লক ডাউন, অনাহারে দিন কাটছে বানর সেনার
নয়া ঠাহর প্রতিবেদন,
লঙ্কায় আক্রমণ করে হুলুস্থুল বাধিয়েছিল বানর সেনা।বর্তমানে সমগ্র দেশ জুড়ে লক ডাউন চলছে।এর ফলে যেমন জীবন ব্যাহত হয়ে পড়েছে তেমনিই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে বানারদের।হাট- বাজার বন্ধ হবার ফলে অসমের ধুবরী জেলার তামারহাট এলাকার প্রায় দশ হাজারের বেশী বানরদের অবস্থা এখন সংকট জনক হয়ে পড়েছে।
ধুবরী জেলার তামারহাট থানার অন্তর্গত তামারহাট,হাতীধুরা,আর গগনাহাট বাজার এলাকার প্রায় দশ হাজার বাদর এই এলাকাতে অনেকদিন ধরে বসবাস করছে।ক্রমাগত বনাঞ্চল ধংস করার ফলে আর গাছ কেটে ফেলার ফলে বানাররা জনবসতি এলাকাতে চলে আসেতে বাধ্য হয়।
বর্তমানে করোনা ভাইরাসেরজন্য চলছে লক ডাউন।ফলে গভীর সংকটে পড়েছে বাঁদরেরা।খাবার না পেয়ে অনাহারে দিন কাটাতে লাগছে বানর দের।এদের করুন অবস্থা দেখে যদি কোনো দয়ালু ব্যক্তি খাবারের জন্য বিস্কুট বা মুড়ি দেয় সেই খেয়ই কোনো ভাবে বেঁচে আছে এই সব বানরেরা।সব মিলিয়ে এক হৃদয় বিদারক পরিস্থিতি।মানব সমাজের কথা চিন্তা করা সরকার অথবা কোনো দয়ালু ব্যক্তির মাঝে কী কেউ এগিয়ে আসবে না এদের সাহায্যের জন্য?
কোন মন্তব্য নেই