রাজ্যে কালবৈশাখী ঝড়ের তান্ডব, উপড়ে পড়ল গাছ ,উড়ল ঘরের চাল
নয়া ঠাহর প্রতিবেদন।
করোনা সন্ত্রাসের মাঝেই লকডাউন চলাকালীন বৃহস্পতিবার রাতে রাজ্যে কালবৈশাখী ঝড়ে তাণ্ডব চালায়। ঝড়ের সাথে প্রচন্ড শিলা বৃষ্টিও হয়। বৃষ্টিতে বহু লোকের বাসগৃহ ভেঙে তছনছ হযে যায়।গুয়াহাটির সাথে ছয়গাঁও ,সরভোগ,বকোর ও নামনি আসামের বিভিন্ন জায়গায় কালবৈশাখীর ঝড় তাণ্ডব চালায় ।ফলে বিস্তর ক্ষতিসাধন হয় ।কয়েকটি জায়গায় উপরে পড়ে গাছ।
অনেক জায়গায় ঝড়ে বিদ্যুৎতের তার ছিঁড়ে পড়ে, ফলে অনেক সময় পর্যন্ত অন্ধকারে ডুবে থাকে অনেক স্থান। নগরের পাণ্ডু স্থিত রামকৃষ্ণ আশ্রমের প্রবেশদ্বারে সামনে একটি প্রকান্ড গাছ উপড়ে পড়ার ফলে অনেক সময় পর্যন্ত যাতায়াত বন্ধ হয়ে যায়।কালবৈশাখীর প্রচণ্ড ঝড়ে রাজ্যের বিভিন্ন স্থানে ঘরের টিনের চাল উড়ে যায় ও টিন ফুটো হয়ে যায়।কোনো -কোনো স্থানে প্রচন্ড শিলাবৃষ্টি হয় ।আবার কোন স্থানে প্রায় এক কিলো ওজনের শিল পড়তেও দেখা যায়।
কোন মন্তব্য নেই