Header Ads

ফেক নিউজ রুখতে জনসংযোগ বিভাগের কড়া পদক্ষেপ



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশে মারাত্বক মারণ রোগ করোনা ভাইরাস উদ্ভূত জটিল পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার ভুয়ো,  অসত্য,  ফেক নিউজ সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তা বন্ধ করতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্যে অসম সরকারের জনসংযোগ বিভাগ কড়া ব্যবস্থা নিয়েছে। এপর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। কার্বিয়াংলং-এর ডি সি-র নামে ভুয়ো অর্ডার দিয়ে একজন অভিযুক্ত হয়েছে। কংগ্ৰসের আই টি সেলের একজনকে অভিযুক্ত করে গ্রেফতার করা হয়েছে, মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তথ্য ও জনসংযোগ বিভাগের ডিরেক্টর অনুপম চৌধুরী, মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী,   অফিসার প্রদীপ ব্রহ্ম,  অফিসার প্রমোদ কুমার দত্ত অন্যান্য অফিসারদের সঙ্গে আলোচনা হয়। সভায় সোশ্যাল মিডিয়ার ভূমিকা খতিয়ে দেখা হয়। সোমবার অনুষ্ঠিত এই সভায় গোস্বামী বলেন, কোভিড ১৯ মারাত্বক রোগ বিশ্বে ছড়িয়ে পড়েছে।  নেতিবাচক ভুয়ো খবর সমাজে বিরূপ প্রভাব ফেলবে। তা বন্ধ করতেই হবে। 

এ প্রসঙ্গে নয়া ঠাহর- এর সম্পাদক জানিয়েছেন- আমরা বাংলা পোর্টালে এমন কোনও খবর পরিবেশন করবো না, যা বর্তমান জটিল পরিস্থিতিতে সমাজে বিরূপ প্রভাব ফেলবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.