Header Ads

লকডাউন নিয়ে ১৩ এপ্রিল ক্যাবিনেট বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, সরকার নিয়ন্ত্রিত লকডাউন চাইছে হিমন্তবিশ্ব শর্মা



অমল গুপ্ত : আজ লকডাউন ১৪ দিনে পড়লো, ১৪ এপ্রিল পযন্ত ২১ দিন তা চলবে। আগামী ১৩ এপ্রিল রাজ্য কেবিনেট কমিটি এক বৈঠকে চূড়ান্ত প্রস্তাব গ্রহণ করবে। কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে তাই সরকার মানবে বলে অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান। তিনি আজ রাজ্য ক্যাবিনেট কমিটির বৈঠকের পর একথা জানান। তিনি বলেন, সরকার চাইছে মানুষের দুর্ভোগ কম হোক, এমন ব্যবস্থা কায়েম করতে,   লকডাউনকে নিয়ন্ত্রিতভাবে কাজে লাগাতে,  তবে কেন্দ্রীয় সরকার যা বলবে তাই মানবে তারা। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাবিনেট কমিটির বৈঠকে করোনা ভাইরাস প্রতিরোধের কাজে নিয়োজিত ডাক্তার, নার্স ছাড়াও ডিউটিরত পুলিশ কর্মীদেরও ৫০ লক্ষ টাকা করে বীমা পলিসি করা হবে। সরকারের নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে করোনা ভাইরাস চিকিৎসার কাজে নিয়োজিত ডাক্তার, নার্সদেরও এই বিমার সুবিধা দেওয়া হবে বলে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান। এই সময় বেসরকারি বিদ্যালয়গুলো বন্ধ আছে, এই সময় বিদ্যালয় কর্তৃপক্ষ মাশুল নির্ধারণ করতে পারবে না।  শিক্ষা বিভাগ সিদ্ধান্ত নেবে। রাজ্য সরকার জাতীয় খ্যদ্য নিরাপত্তা আইনে ১ এপ্রিল থেকে ৫৮ লাখ পরিবারকে বিনামূল্যে চাল দেওয়া শুরু করেছে। এই খাদ্য আইন প্রকল্পে যাদের কার্ড নেই, সেইসব দরিদ্র পরিবারকে ১ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলোকে অতিরিক্ত ৫০ টি দরিদ্র পরিবারকে চিহ্নিত করে সরকারি সাহায্য দেবার সিদ্ধান্ত হয়েছে। রাজ্যে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ২৭ ধুবড়ির বিলাসিপাড়া অঞ্চলের জামালউদ্দিন হাজীর সঙ্গে নিজামুদ্দিনের যোগ আছে। ২৭ জনের মধ্যে ১ জন ছাড়া সবাই নিজসমুদ্দিন ফেরৎ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.