Header Ads

সাম্প্রদায়িক মন্তব্যর অডিও প্রকাশের জন্যে ইউ ডি এফ বিধায়ক আমিনুল ইসলাম গ্রেফতার



অমল গুপ্ত : করোনা ভাইরাস নিয়ে সাম্প্রদায়িক ভিডিও প্রকাশ করার অপরাধে এ আই ইউ ডি এফের বিধায়ক আমিনুল ইসলামকে গতকাল রাতে নগাঁও পুলিশ গ্রেফতার করে। আজ আদালতে পেশ করার পর ১৪ দিন পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। নগাঁও সদর থানার পুলিশ জানায় বিধায়ক ইসলাম এক সাম্প্রদায়িক অডিও প্রকাশের কথা স্বীকার করেছেন। তাকে বিভিন্ন ধারাতে গ্রেফতার করা হয়েছে। সেই অডিওতে বিধায়ককে বলতে শোনা গেল, ''ডিটেনশন ক্যাম্পগুলোর থেকেও কয়রেন্টিনের অবস্থা খারাপ সেখানে ইনজেকশন দিয়ে করোনা ভাইরাস ঢুকিয়ে দেওয়া হচ্ছে, নিজামুদ্দিন থেকে আসা কারো দেহে করোনা ভাইরাস নেই, সরকার বদনাম করছে।'' দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন,  বিধায়কের নিজস্ব বক্তব্য, দলের বক্তব্য নয়, দল তাকে সমর্থন করবে না। এমন মন্তব্য করা উচিত হয়নি। বিরোধী দলপতি দেবব্রত শইকিয়াও সমালোচনা করেন, বলেন অন্য যারা এই সময় আপত্তিকর মন্তব্য করেছেন তাদের ও গ্রেফতার করা উচিত। কমলাখ্য দে পুরকায়স্থ শিলচরের বিধায়ক দিলীপ পালকেও গ্রেফতারের দাবি জানান, তিনিও সাম্প্রদায়িক মন্তব্য করেছেন। বিজেপি সভাপতি রণজিৎ দাস, বিধায়ক প্রশান্ত ফুকন প্রমুখ সাম্প্রদায়িক মন্তব্যর জন্যে আমিনুলের   সমালোচনা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.