Header Ads

"লকডাউন" চলাকালীন দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়ালো বরাক ভ্যালি সিমেন্ট কোম্পানি...



চার্বাক দেব, বদরপু্র : যেকোনো সামাজিক কর্মকাণ্ডে সর্বদা এগিয়ে এসে নিজেদের নিয়োজিত থাকার আবারও নজির গড়লো , বরাক উপত্যকার শিল্প প্রতিষ্ঠান বরাক ভ্যালি সিমেন্ট কোম্পানি। সম্প্রতি, "কোভিড-১৯" সংক্রমণের আক্রান্তে গোটা বিশ্ব মহামারীর আকার ধারন করেছে। বাদ যায়নি আমাদের ভারতবর্ষও। এই "কোভিড-১৯" সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সমস্ত বিশ্ব তথা দেশজুড়ে চলছে 'লকডাউন'। এমতাবস্থায় চরম খাদ্যসংকটে পড়েছেন গরীব, দুঃস্থ-অসহায় মানুষ। তাই এইসব দুঃস্থ অসহায় মানুষদের কথা চিন্তা করে বরাবরের মতোই তাদের পাশে দাঁড়ালো বরাক ভ্যালি সিমেন্ট কোম্পানি লিমিটেড। গত রবিবার দেবেন্দ্রনগরস্থিত বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয় প্রাঙ্গণে ২৭৩ জন দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য-সামগ্ৰী বন্টন করেন বরাক ভ্যালি সিমেন্ট কোম্পানি লিমিটেড এর সিইও মুকেশ আগরওয়াল। তিনি বলেন, এর আগেও তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করেছেন। তবে, বিশেষ করে বর্তমানের এই সংকটের সময়ে অসহায়দের সাহায্য করতে পেরে তিনি এক আলাদা আনন্দ বোধ করছেন। ঐদিন খাদ্য-সামগ্ৰী বন্টন করার সময় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যিক উপ-সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য। তিনি মুকেশ আগরওয়ালকে  এধরনের পদক্ষেপ গ্রহণ করার ভূয়শী প্রশংসা করেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেলওয়ে এরিয়া ম্যানেজার এস উমেশ, বিজেপি নেতা দীপক দেব, পবন তুশনিয়াল, চন্দন গোস্বামী, বাবলু এন্দো প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.