অপহরণের ৭ দিন পর মাটির নীচ থেকে উদ্ধার সন্তোষ হোজাইর পচা গলা মৃতদেহ
বিপ্লব দেব, হাফলং ৩০ এপ্রিলঃ অপহরণের ৭ দিন পর ভেঙ্গে দেওয়া ডিএইচডি-র প্রাক্তন শীর্ষ নেতা তথা ঠিকাদার সন্তোষ হোজাইর মৃতদেহ উদ্ধার করে লাংটিং পুলিশ। বৃহস্পতিবার বিকেলে লাংটিং থানার অন্তর্গত মুপা রিজার্ভ ফরেষ্টের মহাসড়কের পাশে লেইরিংয়ে ঘন জঙ্গলে মাটির নীচে পুতে রাখা অবস্থায় সন্তোষ হোজাইর মৃতদেহ উদ্ধার করা হয়। এদিন বিকেলে মুপা রিজার্ভ ফরেষ্টের মহাসড়কের লাইরিংয়ের ঘন জঙ্গল থেকে পচা গলা অবস্থায় লাংটিং পুলিশ মাটির নীচ থেকে মৃতদেহ উদ্ধার করার পর মৃতদেহটি দেখে সন্তোষ হোজাইর বলে তার পরিবারের লোকরা সনাক্ত করে।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল হারাঙ্গাজাও থানার অন্তর্গত গামাডি হাওয়র গ্রাম থেকে পাঁচ জনের দুষ্কৃতির দল একটি সাদা রংঙের বলেড়ো গাড়ীতে করে ঠিকাদার সন্তোষ হোজাইকে অপহরণ করে নিয়ে যায় তারপর থেকেই সন্ধানহীন ছিলেন সন্তোষ হোজাই। ঠিকাদার সন্তোষ হোজাইর অপহরণের একদিন পর ২৫ এপ্রিল তার স্ত্রী জয়ন্তা হোজাই হারাঙ্গাজাও থানায় এজাহার দাখিল করতে চাইলে হারাঙ্গাজাও থানার ওসি অংশু রাজকুমার প্রথমে এজাহার জমা নিতে চায়নি। তারপর এজাহার জমা নিলে ও এই অপহরণ কাণ্ড নিয়ে রহস্য ক্রমশ দানা বাঁধছিল। সন্তোষ হোজাইর স্ত্রী এই অপহরণ নিয়ে পুলিশের ভূমিকায় সন্দেহ প্রকাশ করেছিলেন। এমনকি ভেঙ্গে দেওয়া ডিএইচডির প্রাক্তন চেয়ারম্যান তথা হালালি পগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি দিলীপ নুনিসা থেকে শুরু করে ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রমিত সেঙ্গইয়ং ও ডিমাসা সর্বোচ্চ সংগঠন জাদিখে নাইশ হসম তথা ডিমা হাসাও জেলার বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে গঠিত যৌথ সমন্বয় সমিতির সভাপতি ফ্রেজার সেঙ্গইয়ং এই অপহরণ কাণ্ড নিয়ে পুলিশের ভূমিকায় সন্দেহ প্রকাশ করেছিলেন। এরই মধ্যে এদিন বিকেলে সন্তোষ হোজাইয়ের পচা গলা মৃতদেহ মুপা রিজার্ভ ফরেষ্টের লাইলিংয়ের ঘন জঙ্গলে পুতে রাখা অবস্থায় মাটির নীচে থেকে উদ্ধার করা হয়।









কোন মন্তব্য নেই