৫ এপ্ৰিল রবিবার রাত ৯ টায় দেশবাসীর কাছে ৯ মিনিট সময় চাইলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী
নয়া ঠাহর ওয়েব ডেস্ক, গুয়াহাটি, ৩ এপ্ৰিলঃ শুক্ৰবার সকাল ৯ টায় লাইভ ভিডিওতে জাতির উদ্দেশ্যে বাৰ্তা দিলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী। বাৰ্তায় প্ৰধানমন্ত্ৰী দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন- আগামী রবিবার অৰ্থাৎ ৫ এপ্ৰিল রাত ৯টায় ৯ মিনিটের জন্য ঘরের আলো নিভিয়ে মোমবাতি বা টৰ্চ কিংবা প্ৰদীপ জ্বালিয়ে আলো প্ৰদৰ্শন করতে। তবে তিনি এও বলেছেন সাধারণ মানুষ যেন অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখেন। রাজপথে যেন বেরিয়ে না আসেন।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
গত ২২ মাৰ্চ প্ৰধানমন্ত্ৰীর ডাকা জনতা কাৰ্ফু-তে দেশবাসী যেভাবে শঙ্খ, থালা বাজিয়ে সমৰ্থন করেছেন তার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্ৰধানমন্ত্ৰী। মোদীর মতে ১৩০ কোটির দেশবাসীর মহাশক্তিকে প্ৰদীপ অথবা টৰ্চ জ্বালিয়ে জাগ্ৰত করতে হবে। মহা সংকল্পকে অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। তাই ৫ এপ্ৰিল রবিবার রাত ৯টায় দেশবাসীর কাছে ৯ মিনিট সময় চেয়েছেন প্ৰধানমন্ত্ৰী। প্ৰধানমন্ত্ৰীর এই ডাকে অসমবাসী যেন নিষ্ঠার সঙ্গে সাড়া দেয়, রাজ্যবাসীর কাছে আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল। সবাইকে নিজের ঘরে থেকেই এই কাৰ্যসূচি পালন করার আহ্বান জানিয়েছেন তিনি।
কোন মন্তব্য নেই