Header Ads

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বদরপুর নেতাজি বিদ্যা ভবনের অনুদান....



নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : করোনা ভাইরাসকে সকলে মিলে মোকবিলা করতে হবে। তাই সকলের সম্মিলিত প্রয়াস এবং ঈশ্বরের আশীর্বাদে আমরা করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবই। বৃহস্পতিবার বদরপুর সার্কল অফিসে বদরপুরের নেতাজি বিদ‍্যাভবন কর্তৃপক্ষের দেওয়া মুখ‍্যমন্ত্রী ত্রাণ তহবিলে দশ হাজার টাকার চেক গ্রহণ করলেন, মুখ‍্যমন্ত্রীর প্রতিনিধি বরাক ভ‍্যেলির ওএসডির দায়িত্ব থাকা শেখর দে। চেক হাতে নিয়ে শেখরবাবু আরো বলেন, করোনা ভাইরাসকে ভয় পেলে হবে না। আমাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে। জনগণকে ঘরে আবদ্ধ হয়ে এর মোকাবিলা করতে হবে। এদিন ওএসডি'র হাতে চেক তুলে দেন বদরপুরের নেতাজি বিদ‍্যাভবনের প্রিন্সিপাল নিধনবিকাশ লোধ, বিজেপি নেতা দীপক দেব, বিদ‍্যাভবনের সদস্য  রাজদীপ লোধ, বিদ‍্যাভবনের মিডিয়া ইনর্চাজ যীশু শুক্লবৈদ‍্য, সদস‍্য পিন্টু শুক্লবৈদ‍্য প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.