Header Ads

১৮টি দেশের টাস্ক ফোর্সের প্রধান হবেন মোদী!‌ ফের ভুয়ো খবরে বিভ্রান্তি ছড়ালো !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 
 
করোনা ভাইরাস নিয়ে সত্যি ঘটনার পাশাপাশি বেশ কিছু গুজবও ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি বেশ কিছু টুইটার ব্যবহারকারী টুইটারে পোস্ট করে জানিয়েছেন যে আমেরিকা ও ব্রিটেন সহ ১৮টি দেশ করোনা ভাইরাস মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করতে চায়। টুইটে এও বলা হয়েছে যে '‌এটা ভারতের জন্য গর্বের বিষয়। মোদীর ওপর আর ভারতের ওপর বিশ্বাস রাখুন, আমরা জয়ী হব।’‌ এখানে বলে রাখা ভালো যে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ার
জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক উদ্যোগই গ্রহণ করেছেন তবে তিনি আন্তর্জাতিক টাস্ক ফোর্সের প্রধান হচ্ছেন এই খবর সত্য নয়। নরেন্দ্রমোদী ডট ইন ওয়েবসাইটে '‌পিএম অ্যাট দ্য হেলম
অফ ইন্ডিয়া’‌স ফাইট এগেনস্ট কোভিড–১৯’‌ প্রবন্ধে উল্লেখ রয়েছে সরকারের বহু উদ্যোগের কথা যা করোনার সময় নেওয়া হয়েছে। 
 
এর আগেও বেশ কিছু ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছায়। যার মধ্যে ইন্টারনেট বন্ধ, করোনা নিয়ে পোস্ট করলে শাস্তি, লকডাউনের সময় বাড়ানো সহ আরও অনেক কিছু। যার একটাও সত্য নয়। সবই ভুয়ো। কিন্তু তার ওপরই বিশ্বাস করে নেটিজেনরা আরও আতঙ্কিত হয়ে পড়ছে। সেরকমই এই খবরটিও ভুয়ো, যেখানে বলা হয়েছে যে ১৮টি দেশের টাস্ক ফোর্সের প্রধান করা হবে মোদীকে। যদিও এ ধরনের কোনও টাস্ক ফোর্স গঠনই হয়নি। শুধুমাত্র এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সব দেশ একে–অপরের সঙ্গে সহযোগিতা করবে যাতে মহামারি করোনার সঙ্গে সকলে লড়তে পারে।
অন্যদিকে, করোনা ভাইরাসের জেরে সারা দেশে আক্রান্ত হয়েছেন ২০০০-এরও বেশি মানুষ। দেশে এই মুহূর্তে তৈরি হয়েছে ২০টি হটস্পট যেখান থেকে আরও ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে দেশের জনগণের উদ্দেশে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আয়ুর্বেদের এক উপায় বাতলে দিলেন প্রধানমন্ত্রী স্বয়ং।
প্রধানমন্ত্রী একটি ছবি পোস্ট করে টুইট বার্তায় লেখেন, 'আমি আপনাদের সকলকে আয়ুষ মন্ত্রকের নিয়ম মেনে চলার আহ্বান করছি। আমাদের এখন ফোকাস হওয়া উচিত স্বাস্থ্যবান থাকায়। সুস্থ্য থাকলেই আমরা খুশিই থাকব।'
প্রধানমন্ত্রী প্রতিদিন ৩০ মিনিট করে প্রাণায়াম করতে বলেছেন। এছাড়া সারা দিন গরম জল খেতে বলেছেন ঠান্ডার বদলে। খাবারে বেশি করে হলুদ, জিরা, ধনিয়া ও রশুন ব্যবহার করতে বলেছেন তিনি।
এদিকে লকডাউনের দশম দিনে ফের দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকাল ৯টায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন তিনি। এই সময় তিনি লকডাউনের নিয়ম কড়াভাবে মেনে চলার পরামর্শ দিতে পারেন জনগণকে। বৃহস্পতিবার টুইটে প্রধানমন্ত্রী মোদী লেখেন, 'আগামীকাল সকাল ৯টায়, দেশবাসীর উদ্দেশে একটি ভিডিয়ো বার্তা দেব।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.