Header Ads

মে মাসে রাজ্যের কর্মচারীদের বেতন দেওয়া কঠিন হবে : মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ আগামী মে মাসে রাজ্যের কর্মচারীদের বেতন দেওয়া নিয়ে এখন চিন্তায় পড়েছে রাজ্য সরকার। করোনা ভাইরাসের ফলে এখন ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে দেশের অর্থনীতি। অসমেও এই ক্ষেত্রে ব্যতিক্রম নয়। বৈশাখ বিহুর আগে এপ্রিল মাসের বেতন বাদ দিলেও আগামী মে মাসে রাজ্যিক কর্মচারীদের বেতন দেওয়া নিয়ে এখন সমস্যায় পড়েছে রাজ্য সরকার বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
এদিকে আগামী ২০ তারিখের পর স্থান বিশেষ লকডাউন কিছু শিথিল করা হবে। যেসকল লোক এখনও বহিঃরাজ্যে আটকে আছেন তাদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য এখন চিন্তা চর্চা করছে রাজ্য সরকার।
রাজ্যিক কর্মচারীদের বেতন দেওয়া হবে কি হবে না, সেই ক্ষেত্রে আগামী ২২-২৩ এপ্রিলে স্পষ্ট হবে বলে জানিয়েছেন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। কিন্ত কর্মচারীদের যাতে সময়মতো বেতন দিতে পারা যায় সে ব্যাপারে সরকার নিরন্তর প্রচেষ্টা করছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.