মহামারী কোভিড ১৯ নিয়ে আলোচনা করলেন রাজ্যের পার্বত্য এলাকা উন্নয়ন মন্ত্রী সুম রংহাং
বিপ্লব দেব, হাফলং ১৮ এপ্রিলঃ করোনা ভাইরাস প্রতিরোধে ডিমা হাসাও জেলায় যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানালেন রাজ্যের পার্বত্য এলাকা উন্নয়ন মন্ত্রী সুম রংহাং। শনিবার ডিমা হাসাও জেলার সদর শহর হাফলঙে উপস্থিত হয়ে রাজ্যের পার্বত্য এলাকা উন্নয়ন মন্ত্রী প্রথমে হাফলঙের শিক্ষা ভবনের কোয়ারিন্টাইন সেন্টার পরিদর্শন করে কোয়ারিন্টাইনে থাকা ছয় ব্যক্তির স্বাস্থ্যের খোঁজ খবর নেন। তারপর জেলাশাসক অমিতাভ রাজখোয়াকে সঙ্গে নিয়ে হাফলং অসামরিক চিকিৎসালয় পরিদর্শন করে মহামারী কোভিড-১৯ আক্ৰান্ত রোগীর জন্য তৈরি আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করার পাশাপাশি হাফলং অসামরিক চিকিৎসালয়ে কোভিড-১৯ আক্ৰান্ত রোগীদের জন্য যে আইসিইউ তৈরির কাজ চলছে তার কাজ পরিদর্শন করে দেখেন মন্ত্রী সুম রংহাং।
তারপর হাফলং আবর্ত ভবনে কভিড ১৯ নিয়ে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা জেলাশাসক অমিতাভ রাজখোয়া স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগের যুগ্ম-সঞ্চালিকা ডাঃ দিপালি বর্মন পুলিশসুপার বীর বিক্রম গগৈ ও খাদ্য অসামরিক যোগান বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কভিড ১৯ নিয়ে পর্যালোচনা করেন। বৈঠক শেষে মন্ত্রী সুম রংহাং সাংবাদিকদের বলেন করোনা ভাইরাস প্রতিরোধ করার যাবতীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে ডিমা হাসাও জেলায়। মন্ত্রী বলেন হাফলং শিক্ষা ভবনের কোয়ারিন্টাইন সেন্টারে যে ছয় জন ব্যক্তিকে রাখা হয়েছে চার দিন পর এদের ১৪ দিনের সময়সীমা পার হয়ে যাবে তাই ৪ দিন পর কোভিড-১৯ প্রটোকল অনুসারে ওই ছয় ব্যক্তিকে যেতে দেওয়া হবে। লক ডাউনের সময় দরিদ্র সীমার নীচে থাকা পরিবার গুলি যাতে সরকারের দেওয়া সুযোগ সুবিধা থেকে বা খাদ্য সুরক্ষার চাল পাওয়া থেকে বঞ্চিত না হয় সে দিকে নজর রাখতে মন্ত্রী নির্দেশ দেন খাদ্য ও অসামরিক যোগান বিভাগের আধিকারিকদের। এদিকে পাহাড়ি জেলার বিভিন্ন এলাকায় অনেক দরিদ্র সীমার নীচে বসবাসরত পরিবার সরকারি সাহায্য থেকে বঞ্চিত হয়েছে এমন অভিযোগ নিয়ে মন্ত্রী সুম রংহাংকে প্রশ্ন করা হলে তিনি বলেন এখনও বিপিএল পরিবারের তালিকা প্রস্তুত হয়নি প্রত্যন্ত এলাকায় অনেক গ্রাম থাকায় এখনও সার্ভের কাজ শেষ হয়নি বলে জানান পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের মন্ত্রী সুম রংহাং। এদিকে কভিড ১৯ লক ডাউনের মধ্যে যে সব লোক ডিমা হাসাও জেলার পার্শ্ববর্তী জেলা বা ভিন রাজ্য সহ বিদেশে আটকা পড়েছেন তাদের সবাইকে ডিমা হাসাও জেলা দূর্যোগ মুকাবিলা বিভাগের এই নম্বর গুলিতে ০৩৫৭৩১০৭৭/ ১০৭৭ নম্বরে ফোন করে নাম ঠিকানা দাখিল করার জন্য এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কোন মন্তব্য নেই