গুয়াহাটি আঞ্চলিক হোমিওপ্যাথি ইনস্টিটিউট আজ কোভিড-১৯ সংক্রমণ রোধে ৫০০ মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করে
অমল গুপ্ত, গুয়াহাটি : ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয় দেশে কোভিড-১৯
সংক্রমণের প্রেক্ষিতে আর্সেনিক এলবাম-৩০ নামে এক হোমিওপ্যাথি ঔষধ সেবনের পরামর্শ
দিয়েছে। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথির অধীনে গুয়াহাটির রিজিওনাল রিসার্চ
ইনস্টিটিউটের পক্ষ থেকে অসমের বিভিন্ন এলাকায় শিবির স্থাপন করে ইনস্টিটিউটের ডাক্তাররা
সম্পূর্ণ বিনামূল্যে আর্সেনিক এলবাম-৩০ ঔষধটি বিলি করছেন। আজ গুয়াহাটি খানাপাড়া
গেম ভিলেজে প্রায় ৫০০ মানুষকে ঔষধটি বিতরণ করা হয়। ডাক্তার পবন শর্মা, ডাক্তার মিরাজ আহমেদ, ডাক্তার বিপ্লব
রায় প্রমুখ ডাক্তাররা চিকিৎসা শিবিরটি পরিচালনা করেন। ডাক্তার শর্মা বলেন, মূল্যবান আর্সেনিক এলবাম-৩০ ঔষধটি মাত্র তিন দিন ১ মাত্রা করে খেলে শরীরের
ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
কোভিড-১৯ সংক্রমণ স্পর্শ করতে পারবে না। আজ রিজিওনাল সেন্টারে গেলে প্রতিবেদককেও কর্তৃপক্ষ থার্মাল টেস্ট করে ঢুকতে দেয়। রীতিমত সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কোভিড-১৯ সংক্রমণ স্পর্শ করতে পারবে না। আজ রিজিওনাল সেন্টারে গেলে প্রতিবেদককেও কর্তৃপক্ষ থার্মাল টেস্ট করে ঢুকতে দেয়। রীতিমত সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।










কোন মন্তব্য নেই