সন্তোষ হোজাইর উদ্ধারের দাবিতে সরব ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন
বিপ্লব দেব, হাফলং, ২৮ এপ্রিলঃ
ঠিকাদার সন্তোষ হোজাইর অপহরণ নিয়ে এবার সরব হল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন ডিমাসা সর্বোচ্চ সংগঠন সহ ডিমা হাসাও জেলার বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে নিয়ে গঠিত যৌথ সমন্বয় রক্ষী কমিটি। মঙ্গলবার ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের হাফলং সদর কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলন করে ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রমিত সেঙ্গইয়ং বলেন।
হারাঙ্গাজাও থানার অন্তর্গত গামাডি হাওরের বাসিন্দা ঠিকাদার সন্তোষ হোজাইর অপহরনের ৯০ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর ও পুলিশ অপহৃত সন্তোষ হোজাইকে উদ্ধার করতে সক্ষম হয়নি। এতে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রমিত হোজাই বলেন আগামী দুই তিন দিনের মধ্যে যদি সন্তোষ হোজাইকে উদ্ধার করতে ব্যর্থ হয় তাহলে ডিমাসা ছাত্র সংস্থা তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে সাংবাদিক সন্মেলনে মন্তব্য করেন। প্রমিত সেঙ্গইয়ং হারাঙ্গাজাও থানার ওসি অংশু রাজকুমারের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন সন্তোষ হোজাইর অপহরন নিয়ে প্রথমে এজাহার নিতে রাজি হন নি হারাঙ্গাজাও থানার ওসি এমনকি সন্তোষ হোজাইর স্ত্রীকে এনিয়ে চিন্তা না করার কথা বলে ছিলেন হারাঙ্গাজাও থানার ওসি বলে মন্তব্য করেন প্রমিত সেঙ্গইয়ং। অন্যদিকে সাংবাদিক সন্মেলনে জাদিখে নাইশ হসমের সভাপতি তথা বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে নিয়ে গঠিত যৌথ সমন্বয় রক্ষী কমিটির সভাপতি ফ্রেজার সেঙ্গইয়ং বলেন কভিড ১৯ রোগের ভয়াবহতার প্রতি লক্ষ্য রেখে সমগ্র দেশ জুরে লকডাউন চলছে এই অবস্থায় জেলাপ্রশাসনের অনুমতি ছাড়া ব্যক্তিগত যানবাহন নিয়ে কোনও ব্যক্তি চলাফেরা করার উপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এই লকডাউনের মধ্যে এত কড়া প্রহরার মধ্যে একটি বলেড়ো গাড়ীতে ৫ জনের দূষ্কৃতিকারীর দল সন্তোষ হোজাইর বাড়িতে এসে অনায়াসে তাকে অপহরন করে নিয়ে যায় এতেই বোঝা যায় যে ডিমা হাসাও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে ডিমা হাসাও জেলাপ্রশাসন সম্পূর্ণ ভাবে ব্যর্থ বলে অভিযোগ তুলে বলেন পূর্বে আমরা অনেক খারাপ সময় দেখেছি পাহাড়ে কিন্তু এত সবের পর অসমের এই পাহাড় জেলাতে দীর্ঘদিন পর শান্তি ফিরে এসেছে। এমনকি উন্নয়নের পথ ও অনেকটা সুগম হয়েছে। তাই এই অবস্থায় তৃতীয় কোনও শক্তি পাহাড়ি জেলার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করলে তা কোনও অবস্থায় মেনে নেওয়া যায়না। তিনি বলেন ঠিকাদার সন্তোষ হোজাইকে অপহরনের ৯০ ঘন্টা পেরিয়ে যাবার পর ও কোনও সংগঠন এখন পর্যন্ত অপহরনের দায় স্বীকার করে নি এতেই এই অপহরন কান্ড নিয়ে ক্রমশ রহস্য দানা বাঁধছে তাই অবিলম্বে সন্তোষ হোজাইকে বিনাশর্তে মুক্তি দেওয়ার দাবি জানান ফ্রেজার সেঙ্গইয়ং। পাশাপাশি তিনি এ বলেন আগামী দুই তিন দিনের মধ্যে যদি সন্তোষ হোজাইকে উদ্ধার করতে পুলিশ ব্যর্থ হয় তাহলে ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন সহ জাদিখে নাইশ হসম সহ বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে নিয়ে গঠিত যৌথ সমন্বয় সমিতি তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে মন্তব্য করেন ফ্রেজার সেঙ্গইয়ং। এদিন সাংবাদিক সন্মেলনে অনান্যদের উপস্থিত ছিলেন এস চাংসন ও জন পাইতং প্রমুখ।
ঠিকাদার সন্তোষ হোজাইর অপহরণ নিয়ে এবার সরব হল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন ডিমাসা সর্বোচ্চ সংগঠন সহ ডিমা হাসাও জেলার বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে নিয়ে গঠিত যৌথ সমন্বয় রক্ষী কমিটি। মঙ্গলবার ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের হাফলং সদর কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলন করে ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রমিত সেঙ্গইয়ং বলেন।
হারাঙ্গাজাও থানার অন্তর্গত গামাডি হাওরের বাসিন্দা ঠিকাদার সন্তোষ হোজাইর অপহরনের ৯০ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর ও পুলিশ অপহৃত সন্তোষ হোজাইকে উদ্ধার করতে সক্ষম হয়নি। এতে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রমিত হোজাই বলেন আগামী দুই তিন দিনের মধ্যে যদি সন্তোষ হোজাইকে উদ্ধার করতে ব্যর্থ হয় তাহলে ডিমাসা ছাত্র সংস্থা তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে সাংবাদিক সন্মেলনে মন্তব্য করেন। প্রমিত সেঙ্গইয়ং হারাঙ্গাজাও থানার ওসি অংশু রাজকুমারের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন সন্তোষ হোজাইর অপহরন নিয়ে প্রথমে এজাহার নিতে রাজি হন নি হারাঙ্গাজাও থানার ওসি এমনকি সন্তোষ হোজাইর স্ত্রীকে এনিয়ে চিন্তা না করার কথা বলে ছিলেন হারাঙ্গাজাও থানার ওসি বলে মন্তব্য করেন প্রমিত সেঙ্গইয়ং। অন্যদিকে সাংবাদিক সন্মেলনে জাদিখে নাইশ হসমের সভাপতি তথা বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে নিয়ে গঠিত যৌথ সমন্বয় রক্ষী কমিটির সভাপতি ফ্রেজার সেঙ্গইয়ং বলেন কভিড ১৯ রোগের ভয়াবহতার প্রতি লক্ষ্য রেখে সমগ্র দেশ জুরে লকডাউন চলছে এই অবস্থায় জেলাপ্রশাসনের অনুমতি ছাড়া ব্যক্তিগত যানবাহন নিয়ে কোনও ব্যক্তি চলাফেরা করার উপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এই লকডাউনের মধ্যে এত কড়া প্রহরার মধ্যে একটি বলেড়ো গাড়ীতে ৫ জনের দূষ্কৃতিকারীর দল সন্তোষ হোজাইর বাড়িতে এসে অনায়াসে তাকে অপহরন করে নিয়ে যায় এতেই বোঝা যায় যে ডিমা হাসাও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে ডিমা হাসাও জেলাপ্রশাসন সম্পূর্ণ ভাবে ব্যর্থ বলে অভিযোগ তুলে বলেন পূর্বে আমরা অনেক খারাপ সময় দেখেছি পাহাড়ে কিন্তু এত সবের পর অসমের এই পাহাড় জেলাতে দীর্ঘদিন পর শান্তি ফিরে এসেছে। এমনকি উন্নয়নের পথ ও অনেকটা সুগম হয়েছে। তাই এই অবস্থায় তৃতীয় কোনও শক্তি পাহাড়ি জেলার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করলে তা কোনও অবস্থায় মেনে নেওয়া যায়না। তিনি বলেন ঠিকাদার সন্তোষ হোজাইকে অপহরনের ৯০ ঘন্টা পেরিয়ে যাবার পর ও কোনও সংগঠন এখন পর্যন্ত অপহরনের দায় স্বীকার করে নি এতেই এই অপহরন কান্ড নিয়ে ক্রমশ রহস্য দানা বাঁধছে তাই অবিলম্বে সন্তোষ হোজাইকে বিনাশর্তে মুক্তি দেওয়ার দাবি জানান ফ্রেজার সেঙ্গইয়ং। পাশাপাশি তিনি এ বলেন আগামী দুই তিন দিনের মধ্যে যদি সন্তোষ হোজাইকে উদ্ধার করতে পুলিশ ব্যর্থ হয় তাহলে ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন সহ জাদিখে নাইশ হসম সহ বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে নিয়ে গঠিত যৌথ সমন্বয় সমিতি তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে মন্তব্য করেন ফ্রেজার সেঙ্গইয়ং। এদিন সাংবাদিক সন্মেলনে অনান্যদের উপস্থিত ছিলেন এস চাংসন ও জন পাইতং প্রমুখ।









কোন মন্তব্য নেই