মোক্ষম প্রশ্ন তুললেন ।। অনুরূপ ভৌমিক।।
এইবার কিন্তু ডাক্তারবাবুদের কাছে একটা প্রশ্ন আছে। সেটা পরে করছি। প্রেক্ষাপটটা বলে নিই আগে। অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা বিপ্লব দাশগুপ্তর মৃত্যুর কারণ নোভেল করোনাভাইরাস সংক্রমণ– এ কথা রাজ্য সরকারকে স্বীকার করতেই হবে। দাবিতে সরব হল রাজ্যের প্রথম সারির ৬টি চিকিৎসক সংগঠনের যৌথ প্ল্যাটফর্ম ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস’।রাজ্যে এমন ঘটনা এই প্রথম। এর আগে কখনও কারও মৃত্যুর কারণ কী হবে, তা নিয়ে সরব হয়নি চিকিৎসকদের সংগঠন। এবার দাবি উঠেছে, বিপ্লব দাশগুপ্তকে রাজ্যের নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধর প্রথম চিকিৎসক শহিদের সম্মান দেওয়ার।ঘোষণা করা হয়েছে, চিকিৎসক সংগঠনগুলি সোমবার সকাল ১১টা নাগাদ রাজ্যজুড়ে দু’মিনিটের নীরবতা পালন করবে বিপ্লববাবুর স্মৃতিতে। প্রত্যেকেই নিজস্ব কর্মক্ষেত্রে এই দু’মিনিট সময় দেবে। রাজ্যের সবচেয়ে বড় ছ’টি চিকিৎসক সংগঠনের যৌথ প্ল্যাটফর্ম এমন সিদ্ধান্ত ঘোষণা করায় স্বাস্থ্য ভবন তথা নবান্ন বেশ চাপের মুখে।
এবার সংক্ষিপ্ত প্রশ্ন। যখন সাধারণ মানুষের সঙ্গে এই একই ঘটনা ঘটে আপনারা কিছু করেন না কেন? তারাও তো মানুষ এবং আপনাদের ভগবান মেনে নিজেদের ছেড়ে দেয় আপনাদের হাতে। তাদের জন্য ভাবেন না কেন? তাদের জীবনের দাম বিপ্লববাবুর থেকে কম নয়।এরপর সবার জন্য করুন। গোটা সিস্টেমটা শোধরানোর দাবী জানান। দেখবেন তাতে সাধারণ মানুষকেও পাশে পাবেন।









কোন মন্তব্য নেই