Header Ads

জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ কাশ্মীরে, খতম ৪ জঙ্গি

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- ২৭এপ্রিল
কাশ্মীরের কুলগামের গুড্ডার এলাকায় সোমবার সাতসকালে সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয় । এর জেরে খতম হয়েছে ৪ জঙ্গি । আরও তিন জঙ্গিকে ঘিরে ফেলেছে যৌথ বাহিনী কুলগামের লোয়ারমুন্ডা এলাকায় ।


প্ৰতীকী ছবি, সৌঃ ইন্টারনেট
সাতসকালেই খতম করা হয় দুই জঙ্গিকে পরে বেলার দিকে খতম হয় আরও দুই জঙ্গি ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.