‘মন কী বাত’-এ আজ প্রধানমন্ত্রী যেখানে সেখানে থু-থু ফেলাকে সামাজিক অপরাধ বলে মন্তব্য করলেন
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ প্রধানমন্ত্রী আজ করোনা উদ্ভূত পরিস্থিতি
সম্পর্কে বলেন, করোনা মহামারি প্রতিরোধ করার জন্য আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক পরাটাকে বাধ্যতামূলক করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, এই
বিশ্বমহামারী আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে। সারা বিশ্ববাসী স্বীকার করেছে, ভারতের
যোগাভ্যাস এবং আয়ুর্বেদিক ওষুধের মধ্যে লুকিয়ে আছে রোগ নিরাময় ও সুস্থ থাকার উপায়। আমি যখন
কোনো বিশ্বের নেতার সঙ্গে ফোনে কথা বলি তখন তারা ভারতকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
করোনা মোকাবিলায় ভারতের মানুষ একজোট হয়েছে। তারা হাত তালি দিয়েছে, মোমবাতি জ্বালিয়েছে,
সারা দেশ একসূত্রে বাঁধা পরেছে। আমরা গরিবীর বিরুদ্ধে যেমন লড়ছি, দেশের শাসন-প্রশাসন
করোনার বিরুদ্ধে জোট বেঁধে লড়ছে। ১৩০ কোটি মানুষ ত্যাগ স্বীকার করেছে। আজ অক্ষয় তৃতীয়া। আজকের এই পূণ্য দিনে ভগবান এবং সূর্যদেবের আর্শিবাদে পাণ্ডবরা অক্ষয়পাত্র
পেয়েছিলেন। অক্ষয়পাত্র এক অফুরন্ত খাদ্য ভান্ডার। তা কখনো শেষ হয় না। যা মানুষের
মঙ্গলসূচক। আজ এই পবিত্র রমজান মাসকে মুসলিম সম্প্রদায়ের মানুষ সংযম এবং সদ্ভাবনার
সঙ্গে উদযাপন করছে। আমরা আগামী ঈদ উৎসবের আগে করোনা থেকে মুক্ত হব। প্রধানমন্ত্রী
আজ ‘মন কী বাত’-এ বলেন, আপনারা
আত্ম সন্তুষ্টিতে থাকবেন না, করোনা সংক্রমণ নিয়ে আমাদের খুব সাবধানে থাকতে হবে। এই
সংক্রমণ কমেগেছে বলে ভাববেন না, আবার বেড়ে যেতেও পারে। আমাদের খুব ভেবে চিন্তে সতর্কভাবে
দু-গজ দূরে থেকে মুখে মাস্ক পরে সমাধানের রাস্তা খুঁজে বের করতে হবে। নাকে মুখে গামছা
বাঁধার মতো মাস্ক পরাটাকে অভ্যস্ত করতে হবে, চেহারা দেখানোর জন্য নয়। মাস্ক দিয়ে
মুখ ঢাকতেই হবে, নয়তো আমরা এই সংক্রমণ থেকে বাঁচতে পারবো না।









কোন মন্তব্য নেই