মিঠুন চক্রবর্তীর বাবার দেহবসান
নয়া ঠাহর, গুয়াহাটিঃ দেশের বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী র বাবা বসন্ত কুমার চক্রবর্তী মারা গেলেন। ৯৫ বছরের বসন্ত বাবু বুম্বাই এ মারা যান, পাশে তখন মিঠুন ছিলেন না, তিনি ব্যাঙ্গালুরু তে আটকা পড়ে যান, লক ডাউনের জন্যে। পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলনের সময় বসন্ত বাবু ছেলেকে বুম্বাই পাঠিয়েছিলেন, মিঠুন অনেক পরিশ্রম করে দাঁড়িয়েছেন, মানুষের সেবায় তিন সদাই এগিয়ে আসেন ।








কোন মন্তব্য নেই