ডিমা হাসাও জেলার হারাঙ্গাজাও থেকে অপহৃত ঠিকাদার চাঞ্চল্য
বিপ্লব দেব, হাফলং,২৫ এপ্রিলঃ শুক্রবার ভোরে কার্বি-আংলং জেলার ধনশিরির মুগুলাব ডিসা রিজার্ভ ফরেষ্টে সেনা ও পুলিশের যৌথ বাহিনীর গুলির লড়াইয়ে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ) জঙ্গি সংগঠনের দুই শীর্ষ নেতা রূপসন থাওসেন ওরফে গেডেন ও এলভিন জিডুং ওরফে কিমজুং নিহত হওয়ার ১২ ঘন্টার মধ্যেই ডিমা হাসাও জেলায় অপহরনের ঘটনা সংগঠিত হয়। হারাঙ্গাজাও থানার অন্তর্গত গামাডী হাওর থেকে এক ঠিকাদারকে অপহরন করে নিয়ে যায় পাঁচ জনের সন্দেহ ভাজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর দল।
জানা গিয়েছে হারাঙ্গাজাও থানার অন্তর্গত গামাডী হাওরের বাসিন্দা ঠিকাদার সন্তোষ হোজাই (৩৮) শুক্রবার সন্ধ্যায় তার নিজের বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় সন্দেহ ভাজন অজাত পরিচয় দুষ্কৃতীর দল। সমগ্র দেশ যখন করোনা ভাইরাস নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে এবং করোনা ভাইরাসের ভয়াবহতার প্রতি লক্ষ্য রেখে সমগ্র দেশজুড়ে চলছে লকডাউন সে সময় এধরনের অপহরণের ঘটনা এবং পাহাড়ি জেলায় অপরাধের ঘটনা বেড়ে চলায় চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে সমগ্র জেলা জুরে। সন্দেহ ভাজন দুষ্কৃতীরা ঠিকাদার সন্তোষ হোজাইকে অপহরণ করে নিয়ে যাওয়ার ২৪ ঘন্টা অতিক্রম হওয়ার পর ও এখন পর্যন্ত কোনও খোঁজ মেলেনি সন্তোষ বাবুর। এদিকে শুক্রবার সন্তোষ হোজাইর অপহরণ সংক্রান্ত এক এজাহার হারাঙ্গাজাও থানায় দাখিল করেন তার স্ত্রী জয়তী হোজাই। এদিকে এজাহার পেয়ে হারাঙ্গাজাও পুলিশ এনিয়ে তদন্ত শুরু করেছে বলে হারাঙ্গাজাও পুলিশ সুত্রে জানা গিয়েছে। এদিকে সন্তোষ হোজাইর স্ত্রী জয়তী হোজাই জানিয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৬ টা নাগাদ একটি সাদা রংয়ের বলেড়ো গাড়ী নিয়ে পাঁচ জনের এক অজ্ঞাত পরিচরধারী দুষ্কৃতীর দল বাড়িতে এসে সন্তোষ হোজাইয়ের খোঁজ করেন সে সময় সন্তোষবাবু বাড়িতে ছিলেন না। জয়তী জানতে চান কি কারনে তারা সন্তোষ হোজইকে খোঁজছেন। তখন এই দুষ্কৃতীর দল তাকে জানায় ডিটেকছড়ার কাছে তাদের একটি অল্টো গাড়ী আটকা পড়েছে তাই জেসিবির জন্য তারা এসেছেন তাই জয়তীকে সন্তোষবাবুর মোবাইল নম্বর দিতে বলে কিন্তু মোবাইল নম্বর তার মনে না থাকায় তিনে তা দিতে পারেন নি এর মধ্যেই সন্তোষ বাড়িতে এসে হাজির হলে দূষ্কৃতীকারীর দল তাকে জোর করে বলেড়ো গাড়ীতে তোলে নিয়ে যায় তিনি তখন পিছনে যেতে চাইলে তাকে না আসার কথা বলে দুষ্কৃতীর দলটি সে সময় তাদের আগ্নেয়াস্ত্র ছিল বলে জানান জয়তী দেবী তিনি বলেন দুষ্কৃতীর দল তার সঙ্গে অসমীয়া ভাষায় কথা বলছিল। তবে কে বা কারা সন্তোষ হোজাইকে অপহরন করে নিয়ে গেছে এনিয়ে এখনও কিছু জানা যায়নি এবং অপহরনের দায় এখনও কেউ স্বীকার করে নি। এই অবস্থায় জয়তী হোজাই তার স্বামীকে অবিলম্বে মুক্ত করে দেওয়ার জন্য অপহরনকারীদের প্রতি আর্জি জানিয়েছেন। কিন্তু এই প্রতিবেদন পাঠানো পর্যন্ত অপহৃত সন্তোষ হোজাইর কোনও খোঁজ মেলেনি।









কোন মন্তব্য নেই