Header Ads

চিতা বাঘ হত্যাকাণ্ড এ জড়িত চার যুবক গ্রেফতার


নয়া ঠাহর , গুয়াহাটিঃ শেষ পর্যন্ত পুলিশ চিতা বাঘ হত্যার সঙ্গে জড়িত দের গ্রেফতার করতে সমর্থ  হয়েছে, কয়েকদিন আগে গোলাঘাট জেলার আহোম গ্রামে একটি চিতা বাঘ হত্যা করে নখ, দাঁত উপড়িয়ে নিয়ে ফেলে দেওয়া হয়, পরে অভিযোগ আসে বাঘ টির মাংস  নাকি খেয়ে ফেলা   হয়,তবে সরকারি সমর্থন  পাওয়া যায়নি ।  এই গোলাঘাট জেলাতে  এক চিতা বাঘের   আক্রমণে এক যুবক    আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.