Header Ads

লকডাউনেই শক্তি হারাবে করোনা, এমনটাই মত বিশেষজ্ঞদের !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 
 
করোনা রুখতে বর্তমানে প্রায় গোটা বিশ্বই রয়েছে লকডাউনে। একই সাথে ভারতে করোনা প্রাদুর্ভাব রুখতে ২১ দিনের লকডাউন শুরু হয়েছে ২৪শে মার্চ থেকে। যদিও অপরিকল্পিত লকডাউনের কারণে সাধারণ মানুষকে একাধিক সমস্যায় পড়তে হলেও বিশেষজ্ঞদের মতে এরই মাঝে ধার কমে আসবে প্রাণঘাতী করোনার। 
 
বিজ্ঞানীরা বলছেন লকডাউনের কারণে ২০ তম দিনে করোনার প্রাদুর্ভাব প্রায় ৮৩ শতাংশ কমে আসবে। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের শিব নাদের বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সমীক্ষায় বেশ কিছু আশাবাদী চিত্রও উঠে এসেছে। এই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সামিত ভট্টাচার্য বলেন, "আমরা মনে করি বর্তমানে ৮০ শতাংশ থেকে ৯০ শতাংশ মানুষ সামাজিক দূরত্বের নির্দেশ মেনে এর উপযোগিতা বুঝতে পেরেছেন।"
পাশাপাশি গবেষকদের ধারণা লকডাউন শুরু হওয়া থেকে ২০ তম দিন পর্যন্ত করোনার প্রকোপ শতাংশের হারে অনেকটাই কমে আসবে। তাদের ধারণা এই মুহূর্তের মধ্যে সর্বোচ্চভাবে ৩৫০০ মানুষ আক্রান্ত হতে পারতেন, কিন্তু তেমনটা হয় নি। যেখানে সাধারণ অবস্থা থাকলে এইসংখ্যা পৌঁছাতে পারতো ৩০,৭৯০। একই সাথে আনুমানিক ভাবে ৬১৯ জজনের মৃত্যুর সম্ভাবনা থাকলেও এই সময়ে দাঁড়িয়ে তা নেমে আসতে পারে ১০৫-এ।
যদিও এমতাবস্থায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে দেখা যাচ্ছে বৃহষ্পতিবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছায় ১,৯৬৫। একইসাথে মৃতের সংখ্যা ৫০। অনেক বিজ্ঞানীই বলছেন বর্তমানে ভারত স্টেজ থ্রি অর্থাৎ গোষ্ঠী সংক্রমণের একদম দোরগড়ায় দাঁড়িয়ে সেখান থেকেই একে যদি সর্বোচ্চ পর্যায়ে আটকানো না যায় তাহলে এই প্রাদুর্ভাব আগামীতে বিপজ্জনক রূপ ধারণ করবে !

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.