অসমে করোনায় আক্রান্ত ৩০
নয়া ঠাহর : রাজ্যে করোনায় আক্রান্ত আরেক জনের সন্ধান পাওয়া
গেল। ধুবড়ির আক্রান্ত মানুষ নিজামুদ্দিনের ধর্মীয় অনুষ্ঠান থেকে ফিরে এসেছিলেন।
করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়াল ৩০। এখন পর্যন্ত একজন মারা গেলেন। স্বাস্থমন্ত্রী
হিমন্তবিশ্ব শর্মা আজ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে বলেন, ৩২০৯ জনকে স্বাস্থ্য
পরীক্ষা করানো হয়েছে। তার মধ্য ৩০৭০ পরীক্ষায় নেগেটিভ ধরা পড়েছে। ৩৪ জনের কোনো
ফলাফল এখনও জানা যায়নি। তিনি জানান, রাজ্যে ৯১ হাজার এন-৯৫ মাক্স আছে। ৮৫৫৮২টি
পিপিই আছে। দেশের বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি ১০ হাজার পিপিই পাঠিয়েছেন। আর
কেন্দ্রীয় সরকার পাঠিয়েছেন ৬ হাজার। তিনি জানান, যারা বিদেশে আছেন এবং ভারতে আসতে
পারছেন না সেরকম ২১৩ জনকে আর্থিক সাহায্য দিয়েছে সরকার। ২১ জনকে ১ হাজার ডলার করে
পাঠিয়েছেন। আসাম আরোগ্যনিধি তহবিলে জমা পড়েছে ৯১ কোটি ২৫ লক্ষ টাকা। আগামীকাল ১লা
বৈশাখ প্রধানমন্ত্রীর আহ্বান করা ২১ দিনের লকডাউন শেষ হবে। হিমন্ত বিশ্ব শর্মা
জানান, লকডাউন আরও ১৪ দিন বৃদ্ধি পাবে তা চূড়ান্ত হয়ে গেছে। দেশে করোনা
আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রধানমন্ত্রী আগামীকাল সকাল ১০ টায় জাতির
উদ্দেশ্যে ভাষণ দেবেন দেশবাসীর কাছে। ভারতে এখন পর্যন্ত ৯ হাজারের বেশি আক্রান্ত
হয়েছে এবং ৩০৮ জন মারা গেছেন। ভারতে মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও সারা বিশ্বের
অবস্থা খুবই খারাপ। চিনে নতুন করে ভাইরাস আক্রান্ত শুরু হয়েছে। আমেরিকায় সবকে
ছাড়িয়ে গেছে। ২২ হাজারের বেশি মৃত্যু হয়েছে। তারপর ইতালিতে ১৭ হাজারেরও বেশি মৃত্যু
হেয়েছে। স্পেনে ১৭ হাজারেরও বেশি। পাকিস্তানে ৫ হাজার ১৭০ জন আক্রান্ত হয়েছে এবং ৯০
জন মারা গেছেন। বাংলাদেশেও প্রায় ২২১ আক্রান্ত হয়েছে এবং মারা গেছেন ৩৬ জন। চিনে নতুন
করে ২০০ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩৩২৯ জন। সারা বিশ্বে ২০০টির বেশি দেশ
আক্রান্ত হেয়েছ।
কোন মন্তব্য নেই