Header Ads

মদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল অসম সরকার



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসম সরকার মদ বিক্রির উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। আজ গুয়াহাটি সহ সারা রাজ্যের মদের দোকানগুলিতে দীর্ঘ লাইন দিয়ে মদ কিনতে লক্ষ্য করা গেল অধিকাংশ যুবপ্রজন্মের। মদ শরীরের পক্ষে ক্ষতিকারক। কিন্তু মদ বিক্রি করে সরকারের রাজস্ব বহুগুণ বৃদ্ধি পায়। আজ আবগারী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানান, মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা থাকলেও বিভিন্নভাবে চোলাই মদ এবং অন্য রাজ্য থেকে আসা মদ বিক্রি হচ্ছিল। যদিও চোলাই মদ খেয়ে অনেকের শরীরের ক্ষতিও হয়েছে বলে জানা গেছে। মদের দোকান বন্ধ থাকলেও কোনো কাজের কাজ কিছুই হচ্ছিল না। তাই মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। আজ গুয়াহাটি মহানগরে সর্বত্র দেখা গেল লকডাউনের নিয়মবিধি মেনে সামাজিক ব্যবস্থা বজায় রেখে শৃঙ্খলার সঙ্গে মদ কিনতে দেখা যায় অনেককে। কিন্তু মদ খাওয়ার পর সেই শৃঙ্খলা আর বজায় থাকে না। অভিজ্ঞ মহলের অভিমত, মদের দোকান বন্ধ থাকার ফলে অপরাদজনক কার্যকলাপ হ্রাস পেয়েছিল, এবার তা বৃদ্ধি পাবে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার ইতিমধ্যে মদের হোম ডেলিভারি শুরু কেরেছে। মেঘালয় সরকারও মদ বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। সব সরকারের লক্ষ্য রাজস্ব বৃদ্ধি করা, নৈতিকতার সঙ্গে কোনো সম্পর্ক নেই।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.