মুখ্যমন্ত্রীর বিহু ও নবর্ষের শুভেচ্ছা, কাল সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করার আহ্বান
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল রাজ্যবাসীকে রঙালী বিহুর এবং নববর্ষের আন্তরিক
শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি অসমবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, করোনার বিরুদ্ধে
ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। জাতি-ধর্ম-ভাষা নির্বিশেষে বরাক-ব্রহ্মপুত্র,
পাহাড়-সমতলের ৩৩টি জেলার মানুষদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি আগামীকাল ১লা
বৈশাখ সন্ধ্যের ৬টার সময় রাজ্যের প্রতিটি মানুষকে নিজের মতো করে ঘরে প্রদীপ
জ্বালাবার আহ্বান জানান। তিনি বলেন, সম্মিলিত প্রার্থনাতেই ঈশ্বর আমাদের সহায়
করবে। করোনার মতো জটিল রোগ থেকে আমরা মুক্ত হব। এই পরিস্থিতিতে ডাক্তার, নার্স সহ যারা
জীবনের ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছেন তাদের প্রতিও শুভেচ্ছা জ্ঞাপন করেন।









কোন মন্তব্য নেই