Header Ads

লকডাউনের বাজারে মাছে ব্যাপক হারে ইউরিয়া সার মেশানোর অভিযোগ মৎস্য উন্নয়নের নিগমের চেয়ারম্যানের



অমল গুপ্ত, গুয়াহাটি : লকডাউনের সময় হাটবাজার, দোকানপাট সব বন্ধ। সরকার ঘরে ঘরে মাছ, শাক-সব্জি সরবরাহের নামে বিভিন্ন রাসায়নিক, কিট নাশক ঔষধ, ইউরিয়া প্রভৃতি মেশানোর তৎপরতা বহুগুণ বেড়ে গেছে বলে অভিযোগ এসেছে শাসক দলের পক্ষ থেকে। বরপেটা, খারুপেটিয়া, মিসামারি নগাঁও,  মারিগাঁও প্রভৃতি এলাকা থেকে সরকারের থেকে পারমিট নিয়ে সরাসরি মাছ, সব্জির গাড়ি গুয়াহাটি সহ রাজ্যের সর্বত্র পৌঁছিয়ে যাচ্ছে। জনসাধারণ খুশি টাটকা সব্জি দেখে। পটল থেকে শুরু করে ঝিঙা, কাকরল, ফুলকপিতে ব্যাপকহারে কপার সালফেট ও অন্যান্য রাসায়নিক মেলানো হচ্ছে। জীবন্ত টাটকা মাছ দেখানোর জন্য ইউরিয়া সার মেলানোর গুরুতর অভিযোগ করলেন মৎস্য উন্নয়ন নিগমের চেয়ারম্যান রমাকান্ত দেউড়ি। তিনি এই অভিযোগ করে বলেন, করোনা সংক্রমণের থেকেও মারাত্বক বিষ আছে ইউরিয়াতে। তা মাছ চাষের জলে ব্যাপক হারে মেলানো হয়। মাছকে টাটকা সজীব দেখতে লাগে। ভেতরে সবই বিষ। সরকার তা প্রতিরোধে কোনো ব্যাবস্থা গ্রহণ করছে না। এই বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য লকডাউনের সময় ২১ কোটি টাকার মাছ বিক্রি হয়েছে বলে বেজায় খুশি। মাছে ব্যাপকহারে ইউরিয়া মেশানোর অভিযোগ নিয়ে তিনি একটি শব্দও খরচ করেননি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.