Header Ads

কেন্দ্রের নির্দেশনা পেয়ে বাইরের রাজ্যের আবদ্ধ মানুষদের ফিরিয়ে আনতে এডিজিপি জিপি সিংকে নোডাল অফিসার হিসেবে নিযুক্তি দেওয়া হল



অমল গুপ্ত, গুয়াহাটি : রাজ্যের প্রায় ৫ লক্ষ মানুষ দেশের বিভিন্ন রাজ্যে লকডাউনের ফলে আটকে গেছে। শুধু কর্ণাটকে প্রায় ১ লক্ষ আটকে আছে। আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছে অসম সরকারের কাছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন রাজ্যে আবদ্ধ মানুষরা যাতে নিজের নিজের জায়গায় বা রাজ্যে ফিরতে পারে তার জন্য নির্দেশ জারি করেছে। তবে রাজ্যগুলোকে নিজেদের উদ্যোগে তাদের ফিরিয়ে আনতে হবে। পাঠানো বাসগুলোকে স্যানিটাইজ করা, প্রয়োজনে ১৪ দিন কয়রেন্টিনে রাখা ইত্যাদি নির্দেশ দিয়েছে। অসম সরকার এই নির্দেশ পেয়েই আজ পুলিশের এডিজিপি জিপি সিংকে নোডাল অফিসার হিসেবে নিযুক্তি দিয়েছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ উজান অসমের বাইরের রাজ্যের আবদ্ধ মানুষদের অবিলম্বে ফিরিয়ে আনার কথা বলেছেন। কিন্তু আজ বঙ্গাইগাঁও জেলাতে কোনো ট্রাভেল হিস্ট্রি না থাকা বিভিন্ন এলাকার চার জনের করোনা পজিটিভ ধরা পড়ায় সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছে। নিজামুদ্দিনের সঙ্গে যোগসূত্র না থাকা দীপক মল্লিক, অনুপম ঠাকুরিয়া, ববিতা বাসফর ও মিনা বিশ্বকর্মা নামে চারজনের দেহে জীবাণু ধরা পড়েছে। বঙাইগাঁও জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। বাইরের রাজ্যের মানুষ আসা শুরু হলে বৃহৎ রেলওয়ে স্টেশন নিউ বঙাইগাঁও, তার পাশ দিয়ে বাসগুলো গুয়াহাটিতে ঢুকবে, তাতে যাত্রীদের সংক্রমণের সম্ভবনা উড়িয়ে দিচ্ছে না সরকার। অসমে চিকিৎসা করে পশ্চিমবঙ্গে নিজের রাজ্যে ফিরে যেতে চাইলে এক যুবককে ফিরিয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ চারজন নতুন করে পজিটিভ ধরা পড়ার প্রেক্ষিতে বলেন, নতুন করে চিন্তা করতে হবে। তার মন্তব্য নতুন চিন্তা মনে ক্রিয়া করছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.