Header Ads

কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য গুয়াহাটির ‘গুল্লী বয়েজ সার্ভিস’ সংস্থার তরফে চেক প্রদান


নকুল রায়, গুয়াহাটি : কোভিড ১৯ ভাইরাসে আক্রান্তের ফলে দেশে লকডাউন চলার ফলে শাক-সব্জি থেকে শুরু করে বিভিন্ন জিনিষপত্রের দাম বেড়ে গেছে। মানুষজন রাস্তায় বেরোচ্ছে না করোনা ভাইরাসের আক্রমণের ভয়ে। তাই গুয়াহাটির লালগণেশ, ওদালবাক্রার প্রবীর পাল নামে একজন ব্যবসায়ী তার কিছু বন্ধুদের নিয়ে গুল্লী বয়েজ সার্ভিস নামে একটি বেসরকারি সংস্থা তৈরি করে মানুষদের সাহায্যের হাত বাড়িয়েছে। এই সংস্থার প্রবীর পাল ও তার সহযোগীরা শাক-সব্জি থেকে শুরু করে পনির প্রভৃতি বাজার স্বল্পমূল্যে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে। এবং তারা জানান, কদিনের বিক্রিতে কেনা দাম বাদ দিয়ে যা লাভ হয়েছে তা এই কোভিড ১৯ বা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য জনস্বাস্থ্য এবং জনকল্যাণ বিভাগের, অসম আরোগ্যনিধির নামে একটি দশ হাজার টাকার চেক প্রদান করেছে। ব্যবসায়ী প্রবীর পাল জানান, আরও কিছু ব্যবসায়ীরা যদি এভাবে এগিয়ে আসেন তবে জনগণকে ঝাপাঝাপি বা দৌড়াদৌড়ি করে বাজারহাটে গিয়ে রোগের বোঝা বহন করতে হবে না। ঘরে বসেই অনায়াসে সামগ্রী পেয়ে যাবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.