Header Ads

কড়া নজরদারি বাড়ানো হয়েছে পাঁচগ্রামে: আট পরিবার গৃহবন্দী



শুভজিৎ রায়, পাঁচগ্রাম : কাছাড় কাগজকলের টাউনশিপ এলাকার মোট আটটি পরিবারকে সিল ও গৃহবন্দী করেন হাইলাকান্দি জিলা প্রশাসন।আজ সকাল থেকে সন্ধ্যা অবধি চলে জোরদার তল্লাশি আলগাপুর বিধানসভার অধীনস্থ পাঁচগ্রাম থানা এলাকায়। সম্প্রতি, করিমগঞ্জ জিলার বদরপুর শ্রীগৌরীর এক বাসিন্দা কভিড-১৯ আক্রান্ত হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায় বর্তমানে শিলচর মেডিকেল কলেজের চিকিৎসাধীন ব্যক্তি গত ২০ ও ২১ মার্চ পাঁচগ্রামের নিউ টাউনশিপ এলাকায় এক বিবাহ অনুষ্ঠানে যোগ দেন। তিনি সেখানে বিবাহ পাত্রের বিবাহ রেজিস্ট্রারার (কাজি) হিসেবে থাকার খবর নিয়ে রীতিমত আতঙ্কের প্রহর গুনছে গোটা পাঁচগ্রামবাসী। যদিও অসম সহ বরাক  উপত্যকায় করোনা কভিড-১৯ এর সন্ধান না পাওয়ায় প্রায় এক সুষ্ঠু সুন্দর ও আতঙ্কহীন পরিবেশে লকডাউন কাটিয়ে বিশ্ব ত্রাস সৃষ্টিকারী মারণব্যাধী করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাকে প্রায় নতুন মোড় তুলে দিয়ে খবর লেখা পর্যন্ত গোটা রাজ্যে মোট পাঁচ জন আক্রান্ত হয়েছে বলে জানা যায়।এখবর পেয়ে নড়চড়ে বসল হাইলাকান্দি ও করিমগঞ্জ জিলা প্রশাসন। তড়িঘড়ি ব্যবস্থা নিতে গতকাল সন্ধ্যা থেকেই শুরু হয় প্রায় তৎপরতা।আলগাপুর চক্রাধিকারিক সন্তোষ নাথের কঠোর ভূমিকায়  আট পরিবারকে গৃহবন্দী করা হয়।পাঁচগ্রামের কাগজকল টাউনশিপ এলাকার কামাল উদ্দিন নামের ব্যক্তিটির কোয়ার্টারেই সম্পন্ন হয়েছে বিবাহ অনুষ্ঠান।আর সেখানে দুই দিন অবস্থান করার খবর পাওয়া গেছে উক্ত কভিড-১৯ এ আক্রান্ত চিকিৎসাধীন ব্যক্তিটির।তাই তাঁরই সূত্রে আলগাপুর চক্রাধিকারিক সন্তোষ নাথ ও পাঁচগ্রাম থানার পুলিশ প্রশাসন এবং কালিনগর সরোজিনী হাসপাতালের চিকিৎসকরা আজ সকাল সাতটায় নিউটাউনশিপ এলাকার কামাল উদ্দিনের পরিবারের মোট ছয়জনকে পরীক্ষা নিরীক্ষা করে গৃহবন্দী করা হয়। তবে এ পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায় নি করোনার।তবে আশংকা অনুযায়ী গৃহবন্দী করা হয় বলে জানান চক্রাধিকারিক সন্তোষ নাথ। তৎসঙ্গে যারা বিবাহ অনুষ্ঠানে বেশিরভাগ সময় যোগাযোগ রক্ষা করেছেন তাঁদের সনাক্ত করার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে বলে জানান।তবে এখন পর্যন্ত কোনো কভিড-১৯এর কোনো সন্ধান পাওয়া যায় নি পাঁচগ্রাম এলাকায়। চক্রাধিকারিক সন্তোষ নাথ আরোও বলেন সারা বিশ্বে ত্রাস সৃষ্টি করে যাচ্ছে রীতিমতো করোনা তবে এ পর্যন্ত কোনো প্রতিষেধক বেরোয়নি তাই একটাই প্রতিষেধক নিজেকে সংযত রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে গৃহবন্দী থাকাই। তাই তিনি গোটা আলগাপুর বাসীকে বিনম্র অনুরোধ জানান যাতে সরকারের নীতি নির্দেশনা মোতাবেক লকডাউন কাটিয়ে উঠতে পারেন।  কেউ যেন বিনা কারণে ঘর থেকে না বের হন বলে আর্জি রাখেন চক্রাধিকারিক সন্তোষ নাথ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.