Header Ads

ভিএইচপি-র করোনা ত্রাণ বিতরণ



নয়া ঠাহর প্রতিবেদক, বদরপুর : বুধবার বদরপুরের সালেবাড়ি, রিটায়ার্ড কলোনি, জিআরপি কলোনি সহ  কয়েকটি এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের সেবা বিভাগের পক্ষ থেকে দুস্থদের করোনা ত্রাণ বিতরণ করা হয়। লক ডাউনে অনেক পরিবারের রুজিরুটি বন্ধ হওয়ার মুখে। দিন আনি দিন খাই পরিবারগুলি প্রচণ্ড সমস্যায়। এই অবস্থায় ভিএইচপি-র সেবা বিভাগের বদরপুর প্রখণ্ড তাঁদের সহায়তায় এগিয়ে এল। বুধবার মোট ৯১টি পরিবারকে চাল, ডাল, নুন আলু, চাপাতা ইত্যাদি দিয়ে সাহায্য করা হয়। দুস্থদের হাতে এই সামগ্রীগুলি তুলে দেন বর্ষীয়ান নারায়ণ আচার্য এবং কল্যাণী আচার্য। সঙ্গে  ছিলেন সংগঠনের রনি দে, মনোঞ্জয় দত্ত চৌধুরী, ওম চন্দ, সুমন চন্দ ও প্রসার প্রমুখ নিরুপম আচার্য। প্রাথমিক ভাবে তাঁরা যে নাম গুলি পেয়েছেন তার উপর ভিত্তি করেই এই ত্রাণ দেওয়া হয়েছে। অনেক প্রকৃত দুস্থের নাম হয়ো তাড়াহুড়োয় বাদ পড়েছে। এ জন্য নিরুপম দুঃখ প্রকাশ করে পরবর্তীতে বাকি নামগুলো অন্তর্ভূক্ত করা হবে বলে জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.