ব্রজাদিত্য সেবা সংস্থার ত্রাণ বন্টন
বি. এম. শুক্লবৈদ্য, বিহাড়া : কোভিড-১৯-এর সংক্রমণ রোখতে লকডাউন অব্যাহত। এই
লকডাউনে মানবতার দ্বার খুলে দিয়ে অনেক সংস্থা সংঘটনই দুস্ত মানুষের পাশে
দাড়িয়েছে। বরাক উপত্যকার সুপরিচিত শালগঙ্গা রাধাবল্লভ আশ্রমের এমনই এক সেবা
সংঘটন ব্রজাদিত্য সেবা সংস্থা উপত্যকার বিভিন্ন স্থানে অসহায় মানুষদের মধ্যে
বিতরণ করছে ত্রাণ সামগ্রী। বিগত ২৭ মার্স থেকে সংস্থার পক্ষ থেকে কালাইন, দুধপাতিল, মালুয়া, কনকপুর, শরৎপল্লী, রামকৃষ্ণনগর, বিহাড়া, করিমগঞ্জ বটরাশি সহ কলকাতার কিছু স্থানেও
প্রায় ৫০০০ টি পরিবারে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও সংস্থার পক্ষ থেকে
পাঁচ জন অসুস্থ ব্যক্তিকে আর্থিক সাহায্য করেন সভাপতি বিজু কর। রবিবার বিহাড়ায় আয়োজিত
ত্রাণ বন্টনে উপস্থিত ছিলেন নিবাস দাস, অম্রিতা দাস, রাজেন্দ্র কুমার
সাহা ও অন্যরা। সংস্থার পক্ষ থেকে বরেণ্য গোস্বামী জানান লকডাউন চলাকালীন
ব্রজাদিত্য সেবা সংস্থার এই ত্রাণ বন্টন অব্যাহত থাকবে।









কোন মন্তব্য নেই