হাইলাকান্দি জেলা উপায়ুক্ত কীর্তি জল্লির কড়া প্রহরায় আটকে পড়া বহিঃ জিলার যাত্রীদের যাতায়াতের ব্যলবস্থা
সানি রায়, পাঁচগ্রাম: অসম সরকার, রাজ্যে লকডাউনের ফলে আটকে পড়া বহিঃজিলার
লোকেদের টোলফ্রী নম্বর ১০৪-এ যোগাযোগ করে এবং যারা ইতিমধ্যে অনলাইনে আবেদন করেছেন
তাদেরকে, রাজ্যিক পরিবহন
নিগমের মাধ্যমে কড়া নিরাপত্তা বেষ্টনীতে নিজ নিজ এলাকায় পৌঁছে দিতে ২৫, ২৬ ও ২৭ এপ্রিল
এই তিনদিনের জন্য অনুমতি প্রদান করেন। উক্ত পরিষেবা আগামী ২৭ এপ্রিল পর্যন্ত চালু
থাকবে। উল্লেখ্য, গতকাল হাইলাকান্দিতে মোট ৫৪১ জনকে ই-পাস প্রদান
করা হয় বলে এক সূত্রে জানা গেছে। এ নিয়ে কড়া নিরাপত্তায় নিয়োজিত রয়েছে
পাঁচগ্ৰাম ও কাটাখালের পুলিশ প্রশাসন সহ কালিনগর সরোজিনী হাসপাতালের
স্বাস্থ্যকর্মীরা। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত হাইলাকান্দির জিলা উপায়ুক্ত
কীর্তি জল্লী নিজে বর্হির বরাকের সংযোগকারী তথা প্রধানতম ৩৭ নং জাতীয় সড়কের
পাঁচগ্ৰাম থানার অধীনস্থ ঠাণ্ডাপুর ও কাটাখাল ফাঁড়ির অন্তর্গত পুলিশ চেক গেইটে
তল্লাশি চালিয়ে অনুমতি প্রদানকৃত বাহনগুলোতে যাতায়াত করা লোকজনদের স্ক্রিনিং করে পরীক্ষা করেন। এবং সবাইকে
বৈধ প্রমাণ সহ সরকারী সমস্ত নির্দেশ মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে যাতায়াত
করার অনুরোধ জানান উপায়ুক্ত কীর্তি জল্লী। এদিন, পাঁচগ্ৰাম ঠাণ্ডাপুর বহিঃ ররাকের সংযোগকারী চেক
গেইটে তল্লাশি চালানোর সময় চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন কালিনগর সরোজিনী
হাসপাতালের ডঃ জিন্টু কলিতা ও কাটাখাল ফাঁড়ির অন্তর্গত নয়াপুল সেতুতে ছিলেন ডঃ
পার্থ প্রতীম দেব ও পাঁচগ্ৰাম থানার ওসি চিত্তরঞ্জন নাথ, বি কে সিং, এ এস আই মাঝারুল ইসলাম লস্কর সহ স্থানীয় পুলিশ
কর্মীরা।









কোন মন্তব্য নেই