করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির ব্যাপক ক্ষমতা আছে একমাত্র বেঙ্গল কেমিক্যালসের
নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ৭ এপ্ৰিলঃ
ছবি, সৌঃ আন্তৰ্জাল
বাংলা ও বাঙালির গর্ব আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তৈরি করেছিলেন বেঙ্গল কেমিক্যালস। স্বদেশী আন্দোলনের সময় দেশীয় শিল্পে জোয়ার আনতে তৈরি হয়েছিল বেঙ্গল কেমিক্যালস। কিন্তু স্বাধীনতা পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের অবহেলা ও বঞ্চনায় শুকিয়ে গেছে বেঙ্গল কেমিক্যালস। গত বছরই বেঙ্গল কেমিক্যালসের বেসরকারিকরণের সিদ্ধান্ত নেয় হিন্দি সাম্রাজ্যবাদী কেন্দ্রের বিজেপি সরকার। বেঙ্গল কেমিক্যালসকে বাঁচাতে প্রবল আন্দোলনও হয়েছে। এবার সেই বেঙ্গল কেমিক্যালই বাঁচাতে পারে পৃথিবীর কোটি কোটি মানুষকে। করোনার আতঙ্কে ভুগছে গোটা পৃথিবী, মৃত্যু মিছিল চলছে। করোনা চিকিৎসায় বহুল ব্যবহৃত ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন। এমনকি আমেরিকার মতো রাষ্ট্র ভারতের থেকে হাইড্রক্সিক্লোরোকুইন চাইছে। না দিলে, ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন ট্রাম্প। কিন্তু কোথায় তৈরি হবে এত হাইড্রক্সিক্লোরোকুইন?
একমাত্র বেঙ্গল কেমিক্যালসেরই ব্যাপক ভাবে হাইড্রক্সিক্লোরোকুইন উৎপাদনের ক্ষমতা আছে। এই বিপদের সময় বেঙ্গল কেমিক্যালসই ভরসা। প্রফুল্ল চন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যালসই পারে পৃথিবীর কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাতে।
কেন্দ্র সরকার বাংলার নানা কোম্পানীকে ধ্বংস করেছে। এবার প্রশ্ন, হিন্দি সাম্রাজ্যবাদী কেন্দ্র সরকারের কি চেতনা ফিরবে?
সৌঃ Banglar Chokh
কোন মন্তব্য নেই