অসমের হাইলাকান্দিতে ডিমাসা সম্প্রদায়ের দম্পতির ওপর প্রাণঘাতী হামলা দুষ্কৃতীর
নয়া ঠাহর প্রতিবেদন, হাফলং ৭ এপ্রিলঃ সমগ্র বিশ্ব জুরে কভিড ১৯-য়ে এক সঙ্কটময় পরিস্থিতির সৃষ্টি করেছে। তার মধ্যে ভারতে করোনার প্রকোপ বেড়ে চলছে এতে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। কভিড ১৯ রোগ প্রতিরোধে এখন সমগ্র দেশ জুরে চলছে ২১ দিনের লক ডাউন এরমধ্যে সোমবার হাইলাকান্দি জেলার কাটলিছড়ার অন্তর্গত দিনানাথপুর দ্বিতীয় খন্ডে এক মর্মান্তিক ঘটনা সংগঠিত হয়। জমি সংক্রান্ত ব্যাপারে ডিমাসা সম্প্রদায়ের এক দম্পতির উপর প্রাণঘাতী হামলা চালায় কতিপয় দুষ্কৃতীর দল।
সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ডিমাসা সম্প্রদায়ের এক দম্পতি যখন নিজেদের জুম ক্ষেতে কাজে ব্যস্ত ছিলেন তখন কতিপয় দুষ্কৃতী সুভাষ বর্মণ ও তার স্ত্রী মন্ধাদরি বর্মণের উপর আচমকা আক্রমন চালায় এতে ওই দুই দম্পতি গুরুতর ভাবে আহত হয় বলে জানা গিয়েছে। অভিযোগ মতে জমি সংক্রান্ত ব্যাপার নিয়েই ওই দম্পতির উপর আক্রমন করে বাতৌল্লা ইসলাম ও আকলেম ইসলাম নামের দুই দূষ্কৃতীকারী ও তাদের সঙ্গী সাথীরা। এদিকে এই ঘটনার পরই গুরুতর আহত অবস্থায় দুই ডিমাসা জনগোষ্ঠীর ওই দম্পতিকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন করিমগঞ্জ ও হাইলাকান্দি জিলা কমিটির সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে খোঁজ খবর নিয়ে অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত দুই দুষ্কৃতী বাতৌল্লা ইসলাম ও একলেম ইসলামকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছে হাইলাকান্দি জেলাপ্রশাসনের কাছে। এদিকে ডিএইচডির প্রাক্তন চেয়ারম্যান তথা হালালি প্রগরেসিভ ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি দিলীপ নুনিসা সোমবার দুপুরে দিনানাথপুর দ্বিতীয় খণ্ড গ্রামে নিরীহ সুভাষ বর্মণ ও মন্ধাধরি বর্মনের উপর এধরনের প্রাণঘাতি হামলার চালানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হাইলাকান্দি জেলাপ্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
কোন মন্তব্য নেই