Header Ads

শিলচর সৎসঙ্গ বিহার মুখ‍্যমন্ত্রী ত্রাণ তহবিলে পাঁচ লক্ষ টাকার চেক প্রদান



নয়া ঠাহর প্রতিবেদন : সরকারি নির্দেশিকা ও সদাচারিতা মান‍্য করেই শিলচর সৎসঙ্গ বিহার পাঁচ লক্ষ টাকার চেক গতকাল ড: হেমন্ত বিশ্বশর্মার হাতে তুলে দেওয়া হল শিলচর সার্কিট হাউজে। মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 'করোনা ভাইরাস কভির-19' -র আক্রান্ত জনগণের সেবাকাজে যোগান দিতেই চেকটি তুলে দেন শিলচর সৎসঙ্গ বিহারের দায়িত্ববাহী সেবক তথা সহ-প্রতিঋিত্বিক চম্পক দত্ত ও দুই-এক সৎসঙ্গী গুরুভাইবৃন্দরা উপস্থিত ছিলেন বলে খবর পাওয়া যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.