Header Ads

ভিন রাজ্য থেকে ডিমা হাসাওয়ে আসা ৫১৯ জনের হোম কোয়ারিন্টাইনের মেয়াদ বাড়িয়ে ১৪ থেকে ২৮ দিন করা হয়েছে

বিপ্লব দেব, হাফলং ২ এপ্রিলঃ মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড ১৯ নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে ডিমা হাসাও জেলায়। অসমে কোভিড-১৯ রোগ ভয়াবহ আকার ধারণা করায় এখন সর্বত্র আতঙ্কময় পরিবেশ। ডিমা হাসাও জেলায় এখন বিভিন্ন গ্রাম লক ডাউন করে বাইরের লোক গ্রামে প্রবেশ নিষিদ্ধ করেছে গ্রামবাসীরা। গ্রামে ঢোকার রাস্তা বন্ধ করে দিয়ে ভিলেজ ডিফেন্স পার্টি পালা করে দিন রাত পাহারা দিচ্ছে গ্রাম গুলিতে। 
 
অসমে যখন কভিড ১৯ রোগের সংক্রমণ বাড়ছে ঠিক তখন ডিমা হাসাও জেলার বিভিন্ন এলাকায় গ্রাম গুলিতে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে বাইরের লোক গ্রামে প্রবেশ বন্ধ করে দিয়েছে। তখন শহরের মানুষের মধ্যে সজাগতার অভাব পরিলক্ষিত হচ্ছে। জরুরি কাজ ছাড়াই এখনও অনেকেই বাইরে বেরিয়ে আসছেন শহরে। প্রশাসন কঠোর স্থিতি গ্রহণ করার পর ও মানুষ লক ডাউন অমান্য করে বাইরে বেরোচ্ছেন। হাফলং শহরে লক ডাউন অমান্য করার অভিযোগে পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে। তবে ওই গ্রেফতার হওয়া ব্যক্তিদের জরিমানা করে সতর্ক করে দিয়ে পুলিশ এদের পরে জামিনে মুক্ত করে দেয়। এছাড়া জেলার বিভিন্ন জায়গা থেকে পুলিশ বহু যানবাহন আটক করে থানায় নিয়ে যায়। এদিকে ভিন রাজ্য থেকে নিজ গৃহ জেলায়  যে সব ব্যক্তি ফিরে আসে তাদের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ ২৮ দিন পর্যন্ত বাড়িয়ে দেয় জেলাপ্রশাসন। ডিমা হাসাও জেলায় মোট ৫১৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল ১৪ দিনের জন্য কিন্তু বর্তমান পিরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসন ওই ৫১৯ জনকে ২৮ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছে। এরা যাতে কোনও অবস্থায় ঘরের বাইরে বেরিয়ে না আসতে পারে এনিয়ে তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলছে জেলাপ্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। তাছাড়া ডিমা হাসাও জেলায় ১৪২ টি সার্ভিলেন্স টিম সক্রিয় রয়েছে। এখন পর্যন্ত ডিমা হাসাও জেলায় মোট ২৮৯৫ জনকে স্ক্রিনিং করা হয়েছে বলে জানিয়েছেন ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.