প্রয়াত হলেন আমার অন্যতম প্রিয় পছন্দের অভিনেতা ইরফান খান !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান। আশঙ্কাটা ছিলই--তাই বলে এত তাড়াতাড়ি প্রায় বিনা নোটিশে? ভার্সেটাইল জিনিয়াস এই অভিনেতার এখনও দু’হাত ভরে অনেক কিছুই দেওয়ার ছিল ভারতীয় চলচ্চিত্রকে। অসম্পূর্ণ থেকে গেল তাঁর অনেক স্বপ্ন সন্দেহ নেই !
মুম্বইয়ের কোকিলেবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল রাতেই আইসিইউকে ভর্তি করা হয়েছিল অভিনেতা ইরফান খানকে। কোলোনে ইনফেকশন হয়েছিল বলে মনে করা হচ্ছে। অবস্থার অবনতি হতে শুরু করে রাত থেকেই। বুধবার সকালে মারা যান তিনি।
দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে বিদেশে চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। সুস্থ হয়ে লন্ডন থেকে ফিরে এসে সিনেমাও করেন ইরফান। তাঁর সাম্প্রতিকতম ছবি ইংলিশ মিডিয়াম-২ মুক্তি পেয়েছে।
অভিনেতার প্রয়াণে বলিউডে শোকের ছায়া। ইরফানের দুই পুত্রও রয়েছে বাবলি ও আয়ান। গত শনিবারই মারা গিয়েছেন ইরফানের মা। তাঁর শেষ কৃত্যে জয়পুরে যেতে পারেননি ইরফান। ভিডিও কনফারেন্সেই মায়ের জন্য প্রার্থনা করেছেন তিনি।
১৯৮৮ সালে মীরা নায়ারের সেলাম বম্বে দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেন ইরফান খান। বলিউডে একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। হলিউডেও একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে ইরফান খানকে।
যেখানেই থাকুন প্রিয় অভিনেতা--আপনি শান্তিতে থাকুন--ভাল থাকুন !
প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান। আশঙ্কাটা ছিলই--তাই বলে এত তাড়াতাড়ি প্রায় বিনা নোটিশে? ভার্সেটাইল জিনিয়াস এই অভিনেতার এখনও দু’হাত ভরে অনেক কিছুই দেওয়ার ছিল ভারতীয় চলচ্চিত্রকে। অসম্পূর্ণ থেকে গেল তাঁর অনেক স্বপ্ন সন্দেহ নেই !
মুম্বইয়ের কোকিলেবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল রাতেই আইসিইউকে ভর্তি করা হয়েছিল অভিনেতা ইরফান খানকে। কোলোনে ইনফেকশন হয়েছিল বলে মনে করা হচ্ছে। অবস্থার অবনতি হতে শুরু করে রাত থেকেই। বুধবার সকালে মারা যান তিনি।
দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে বিদেশে চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। সুস্থ হয়ে লন্ডন থেকে ফিরে এসে সিনেমাও করেন ইরফান। তাঁর সাম্প্রতিকতম ছবি ইংলিশ মিডিয়াম-২ মুক্তি পেয়েছে।
অভিনেতার প্রয়াণে বলিউডে শোকের ছায়া। ইরফানের দুই পুত্রও রয়েছে বাবলি ও আয়ান। গত শনিবারই মারা গিয়েছেন ইরফানের মা। তাঁর শেষ কৃত্যে জয়পুরে যেতে পারেননি ইরফান। ভিডিও কনফারেন্সেই মায়ের জন্য প্রার্থনা করেছেন তিনি।
১৯৮৮ সালে মীরা নায়ারের সেলাম বম্বে দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেন ইরফান খান। বলিউডে একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। হলিউডেও একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে ইরফান খানকে।
যেখানেই থাকুন প্রিয় অভিনেতা--আপনি শান্তিতে থাকুন--ভাল থাকুন !









কোন মন্তব্য নেই