Header Ads

নিজের দুমাসের বেতন-ভাতা দিয়ে দুস্থদের সাহায্য বাস্তুকারের


সানি রায়, পাঁচগ্ৰাম : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এরই দৃষ্টান্ত দিলেন করিমগঞ্জ ডিভিশনের পূর্ত বিভাগের কনিষ্ঠ বাস্তুকার, আলগাপুর বিধানসভার অন্তর্গত কাটাখালের বাসিন্দা বলদেব সিনহা। উল্লেখ্য, প্রথম পর্যায়ের লকডাউনের সময় থেকেই বলদেব সিনহা ও তার স্ত্রী তথা হাইলাকান্দি জেলা বিজেপির সহ-সভানেত্রী সুভদ্রা সিনহা অসহায় মানুষদের বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। এবার দ্বিতীয় পর্যায়ের লকডাউনে তারা পাঁচগ্ৰাম-কালিনগর এলাকার মোট ১৩টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ন্যুনতম পাঁচ হাজারের অধিক শ্রমজীবী ও দরিদ্র পরিবারের হাতে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী তুলে দেন। তাছাড়া, ইতিমধ্যে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিত্তমন্ত্রী সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন যে, ন্যুনতম পাঁচটি পরিবারের হাতে যেন সাধ্যমত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তাই সরকারের আহ্বানে সাড়া দিয়ে বলদেব সিনহা তার দুমাসের বেতন, নিজ এলাকার গ্ৰামে গ্ৰামে ঘুরে গরিব-হতদরিদ্র মানুষের স্বার্থে টানা কয়েকদিন ধরে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত চাল, ডাল, লবণ, আলু সহ মাস্ক, সেনিটাইজার ইত্যাদি বিতরণ করেন। এতে তাকে সক্রিয়ভাবে সহযোগিতা করেন আলগাপুর বিজেপি মণ্ডল সভাপতি বিধান চন্দ ও কালিনগর জিপির এপি সদস্যার প্রতিনিধি শেখর সরকার। ব্যক্তিগত বেতনে এহেন মনোভাব নিয়ে এগিয়ে আসায় বলদেব সিনহাকে সাধুবাদ জানান স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সহ সচেতনমহল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.