Header Ads

লক ডাউনে ক্রেন টেস্টিং, ঝুঁকির মুখে রেল কর্মীরা



অনিন্দ‍্য ভট্টাচার্য্য, বদরপুরঃ লক ডাউনের মধ্যেই রেল কর্মীদের এআরটি ক্রেন-র লোড টেস্টিং সমান তালে চলছে। যেখানে লক ডাউনের নিয়ম অনুযায়ী দুই জন ব্যক্তির মধ্যে ন্যুনতম এক মিটার দূরত্ব বজায় রাখার কথা সেখানে রেল কর্মীদর পক্ষে এই নিয়ম মানা সম্ভব হচ্ছে না। বর্তমানে রেলের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ। চলছে শুধু মাল গাড়ি। এই এআরটি ক্রেন ব্যবহৃত হয় কোন ট্রেন লাইনচ্যুত বা দূর্ঘটনায় পড়লে তাকে তুলে আনার জন্য। আগে মাসে একবার তার লোড টেস্টিং বা কর্মক্ষমতা পরীক্ষার নিয়ম থাকলেও হঠাৎ করে নিয়ম পাল্টে উপর মহল থেকে সপ্তাহে এক বার পরীক্ষা করার  নির্দেশ আসে। এই ক্রেন পরীক্ষা করতে কর্মী দরকার ষোল সতেরো জন। আর এতজন কর্মী যখন এক জায়গায় কাজে লাগে তখন তাঁদের মধ্যে এক মিটার দূরত্ব বজায় রাখা অসম্ভব। কোভিড ১৯ ছড়ানো রুখতে সরকারি নির্দেশ বজায় রাখা কোন অবস্থায় সম্ভব নয়। এ ক্ষেত্রে  রেল কর্মীদের মধ্যে কোরনা ভাইরাস  ছড়িয়ে পড়ার সম্ভাবনা তো বাড়ছেই সঙ্গে এ বিষয়ে সরকারি বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের অভাবও প্রকাশ পাচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.