Header Ads

ভারতে সোমবার পৰ্যন্ত করোনা আক্ৰান্তের সংখ্যা বেড়ে ৪২৮১, মৃত্যু ১১১

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ৬ এপ্ৰিলঃ মহামারি করোনার থাবায় সারা দেশে সোমবার বিকেল পৰ্যন্ত ১১১ জন প্ৰাণ হারিয়েছেন। দেশে গত ২৪ ঘন্টায় ৭০৪ জন নতুন করে করওনায় আক্ৰান্ত হয়েছেন। কেন্দ্ৰীয় স্বাস্থ্যমন্ত্ৰকের পরিসংখ্যান অনুযায়ী সোমবার সন্ধ্যা ৬ টা পৰ্যন্ত দেশে করোনা আক্ৰান্তের সংখ্যা ৪২৮১। সুস্থ হয়ে উঠেছেন ৩১৯ জন। পরিস্থিতির মোকাবিলায় প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর ডাকা ২১ দিনের লক ডাউনের ১৩ দিন হল। আরও ৮ দিন লক ডাউন মেনে চলতে হবে। এরপর বিশেষজ্ঞ মহলে প্ৰশ্ন উঠছে তারপর কী হবে। করোনা ঠেকাতে সরকার কি লক ডাউনের সময়সীমা আরও বাড়াবে। সাধারণ দিন আনা দিনে খাওয়া মানুষদের কি হবে? এই সব প্ৰশ্নই এখন চারদিকে ঘোরাফেরা করছে।

ছবি, সৌঃ আন্তৰ্জাল
কেন্দ্ৰীয় স্বাস্থ্য মন্ত্ৰকের পরিসংখ্যান অনুযায়ী সোমবার পৰ্যন্ত করোনা আক্ৰান্তের সংখ্যা সবাইকে ছাপিয়ে গেছে মহারাষ্ট্ৰ। মহারাষ্ট্ৰে করোনা আক্ৰান্তের সংখ্যা ৭৪৮। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্ৰে নতুন করে ২৫৮ জন করোনায় আক্ৰান্ত হয়েছেন বলে জানা গেছে। তারপরই তামিলনাড়ু। তামিলনাড়ুতে আক্ৰান্তের সংখ্যা ৫৭১। দিল্লিতে ৫২৩ জন করোনা আক্ৰান্তের খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্ৰে। সেখানে এখন পৰ্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় গুজরাতে মৃত্যু হয়েছে ১২ জনের । 

অসমে এখন পৰ্যন্ত করোনায় ২৬ জন আক্ৰান্ত হয়েছেন। এদের মধ্যে ২৫ জনই নিজামুদ্দিন মাৰ্কা বলে জানা গেছে। অসমে এখন পৰ্যন্ত ৭৫ হাজার মানুষকে কোয়ারিন্টাইনে রাখা হয়েছে। এই সংখ্যার মধ্যে বেশির ভাগ হোম কোয়ারিন্টাইনে রয়েছে। স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা জানিয়েছেন এদের সকলকেই স্বাস্থ্য পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। আগামী ৯ এপ্ৰিল ৭৪ হাজার মানুষকে কোয়ারিন্টাইন থেকে মুক্ত করা হবে। তিনি সাধারণ মানুষকে করোনা থেকে বাঁচতে বার বার স্যানিটাইজার অথবা সাবান জলে হাত ধুতে বলেছেন। মহামারি ঠেকাতে প্ৰত্যেক জনকে মুখে মাস্ক ব্যবহার করতে বলেছেন।  লক ডাউনের পরও সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছেন।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.