হাফলং শহরে কর্তব্যরত পুলিশ জওয়ানদের মধ্যে খাবার বিতরণ হাফলং ব্যবসায়ী সমিতির
বিপ্লব দেব, হাফলং ৬ এপ্রিলঃ কোভিড ১৯ রোগ প্রতিরোধে সমগ্র ভারতবাসী ঐক্যবদ্ধ ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে তার সঙ্গে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য কর্মী ও পুলিশ দিন রাত এক করে তাদের ডিউটি চালিয়ে যাচ্ছে। কভিড ১৯-য়ের চেইন ভাঙতে এখন দেশ জুরে ২১ দিনের লক ডাউন চলছে। আগামী ১৪ এপ্রিল লক ডাউন শেষ হবে।
কিন্তু যারা এই কভিড ১৯ রোগ প্রতিরোধে কাজ করে যাচ্ছে তাদের কথা কতজন ভাবছে। যে সব পুলিশ জওয়ান লক ডাউনের সময় না খেয়ে সকাল থেকে রাত পর্যন্ত ডিউটিতে দাঁড়িয়ে থাকে এদের কথা কতজন ভাবছে।
কিন্তু হাফলং ব্যবসায়ী সমিতি মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করল। লক ডাউনের সময় হাফলং শহরে বিভিন্ন স্থানে সকাল থেকে রাত পর্যন্ত কর্তব্যরত পুলিশ জওয়ানদের খাবার বিতরন করে হাফলং ব্যবসায়িক সমিতি। সোমবার হাফলং ব্যবসায়ি সমিতির পক্ষ থেকে হাফলং শহরে কর্তব্যরত পুলিশ জওয়ানদের দুপুরে খাবার বন্টন করা হয়। এতে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসেন হাফলং বাজারের ব্যবসায়ীরা। শুধু পুলিশের মধ্যেই খাবার বিতরন নয়। লক ডাউন শুরু হওয়ার পর থেকেই হাফলং শহরে দুস্থ পরিবার গুলির মধ্যে ও খাদ্য সামগ্রী বন্টন করে আসছে হাফলং ব্যবসায়ী সমিতি।
কোন মন্তব্য নেই