Header Ads

করোনা লকডাউনে ঘরে থাকার বার্তা নিয়ে ফের পথে মমতা, মৌলালিতে মাইক নিয়ে প্রচারে মুখ্যমন্ত্রী !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
করোনা আবহে শহরবাসীকে সচেতন করতে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় দিনে বৃহস্পতিবার তাঁর গন্তব্য ছিল মৌলালি। রাস্তায় মাইকে করে মানুষকে করোনা লকডাউন নিয়ে সচেতন করলেন মুখ্যমন্ত্রী। সকলকে বারবার ঘরে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

করোনা সংক্রমণে গোটা রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। রাজ্যের সাতটি এলাকাকে করোনা হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে উত্তর, মধ্য এবং দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা রয়েছে। বৃহস্পতিবার মৌলালিতে জনসচেতনতায় মাইকিং করলেন মুখ্যমন্ত্রী। নিজের গাড়িতে বসেই মাইক নিয়ে লকডাউনে এলাকাবাসীকে ঘরে থাকার আবেদন জানিয়েছেন তিনি। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম।
গত মঙ্গলবার প্রথম মাইকিং শুরু করেন মুখ্যমন্ত্রী। সেদিন তাঁর গন্তব্য ছিল রাজাবাজার, পার্ক সার্কাস। এই এলাকা দুটিই করোনা হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। লকডাউন বজায় রাখতে রাস্তায় নেমে এই দুটি এলাকায় প্রথম মাইকিং করেন মুখ্যমন্ত্রী। তার
পরের দিন অর্থাৎ বুধবার তাঁর গন্তব্য ছিল খিদিরপুর এলাকা। সেখানেএ লকডাউন নিয়ে এলাকাবাসীকে ঘরে থাকার অনুরোধ জানান তিনি।
প্রথম দফার লকডাউন চলাকালীনই রাজ্যে লকডাউন অমান্য করা হচ্ছে এমন অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়। এবং কেন লকডাউন মানা হচ্ছে না তা নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তারপরে রাজ্যপাল আধা সেনা নামিয়ে লকডাউন রক্ষার দাবি জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.