অবসরপ্রাপ্ত ডেপুটি রেঞ্জার সুধাংশু রঞ্জন নাথ আর নেই...
নয়া ঠাহর, প্রতিবেদন, বদরপু্র : অসম বন বিভাগের হাইলাকান্দি ডিভিশনের
পাঁচগ্রাম রেঞ্জ থেকে অবসরপ্রাপ্ত ডেপুটি
রেঞ্জ অফিসার সুধাংশু রঞ্জন নাথ, গত 21 এপ্রিল,
রাত 9.22 মিনিটে শিলচরের
একটি বেসরকারি নার্সিংহোমে লোকান্তরিত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 78
বছর। এদিন শিলচরের নার্সিং হোমেই পরলোকে পাড়ি দেন তিনি। দীর্ঘদিন থেকেই তিনি
রক্তাল্পতা জনিত রোগে ভুগছিলেন বলে জানা যায়। তাছাড়া, উন্নত চিকিৎসার জন্য ছেলেরা বহুবার শিলচর,
গুয়াহাটি, চেন্নাই ইত্যাদি জায়গায়ও নিয়ে গিয়েছেন।
এরপরও শেষ রক্ষা করা গেল না তাঁর। তিনি ইহলোক ছেড়ে চলে গেলেন। রেখে গেছেন সহধর্মিণী
বীণা নাথ সহ দুই ছেলে বিশ্বজিৎ ও ছোট ছেলে সাংবাদিক যীশু নাথ, এক মেয়ে সুতপা নাথ, নাতি-নাতনী ও অসংখ্য গুনমুগ্ধদের। তাঁর মৃত্যুর
খবরে বন বিভাগ সহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে সদাহাস্য,
সদালাপী মিষ্টিভাষী মানুষ
হিসেবে পরিচিত সুধাংশুবাবুকে হারিয়ে খুবই মর্মাহত বন বিভাগের সকল বনকর্মচারীরা।
তাই বর্তমানে লকডাউন চলাকালীন গৃহবন্দী থাকা সত্ত্বেও বন বিভাগের অসম বনকর্মচারী
সংস্থার আঞ্চলিক সমিতির সাধারণ সম্পাদক পৃথ্বিজিৎ দাস, বনরক্ষী সমাজের উপ-সভাপতি শিশির দাস, সাধারণ সম্পাদক শুভসুন্দর দেব চৌধুরী, অবসরপ্রাপ্ত রেঞ্জ অফিসার সরিফ উদ্দিন
বড়ভূইয়া ও পাঁচগ্ৰাম রেঞ্জের রেঞ্জ অফিসার অলক দেব, বিট ফরেস্ট অফিসার মনুয়ার হুসেন বড়ভূইয়া,
কাটাখাল সাব-বিট ফরেস্ট
অফিসার সুবিনয় দেব প্রমুখরা সুধাংশু রঞ্জন নাথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও
তাঁর আত্মার শান্তি কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বলে অসম
বনকর্মচারী সংস্থার আঞ্চলিক সমিতি ও বনরক্ষী সমাজের পক্ষ থেকে নয়া ঠাহর
প্রতিবেদককে জানানো হয়েছে।









কোন মন্তব্য নেই