Header Ads

করোনা প্রকোপের মাঝেই সাম্প্রদায়িক ভাইরাস ছড়াচ্ছে বিজেপি, আক্রমণ সনিয়ার !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
ভারতে মহামারী আকার নিয়েছে করোনা ভাইরাস। এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইতে বিজেপি সরকারের সঙ্গে একসঙ্গে দাঁড়ানোর নাটকীয় বার্তা দিয়েছিলেন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী। তবে এবার ফের সেই ক্লিশে সাম্প্রদায়িক সুড়সুড়ির স্বভাবগত রাজনীতিতে ফিরে বিজেপিকে খোঁচা দিয়ে আক্রমণে পথে হাঁটলেন কংগ্রেস নেত্রী।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে দেশে আরেপিত লকডাউন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার কোনওভাবেই নাগরিকদের প্রতি তৎপরতা দেখাতে পারেনি বলেই তীব্র আক্রমণ শানালেন সনিয়া গান্ধী। পাশাপাশি গত তিন সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা দেশে মাত্রাতিরিক্ত হারে ও দ্রুতগতিতে বেড়েছে বলেও দাবি করেন সনিয়া গান্ধী।
কংগ্রেস নেত্রীর বক্তব্য, 'আমরা প্রত্যেকেই ভারতীয়। যখন দেশের এই পরিস্থিতিতে আমাদের একজোট হয়ে করোনা ভাইরাসের মোকাবিলা করা উচিত, বিজেপি তখন সাম্প্রদায়িকতা ও হিংসার ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। কিছুদিন ধরেই দেখা যাচ্ছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে ভাবমূর্তি আছে তার অত্যন্ত অবনতি হয়েছে। এই ক্ষতি মেটাতে যদিও আমাদের দল কঠোর পরিশ্রম করবে।'
সম্প্রতি কংগ্রেসের তরফে একটি কার্যনির্বাহী বৈঠক করেন সভানেত্রী। আর তারপরেই সনিয়া জানান, 'দুর্ভাগ্যবশত, বিজেপি আমাদের পরামর্শ গ্রহণ করতে কার্পণ্য করেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের আরও বেশি করে মমত্ববোধ, উদার মানসিকতা এবং তৎপরতা দেখানো উচিত ছিল। কিন্তু তা করতে তারা ব্যর্থ হয়েছে।'
দেশের কঠিন সময়ে ক্ষমতাসীন ও বিরোধীদের একজোট হওয়াটাও দেশের জন্য প্রয়োজনীয়। বর্তমানের করোনা ভাইরাসের জেরে দেশে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে, সেই পরিস্থিতিতে সরকার ও বিরোধীদের একজোট হওয়ায়ই দেশের জন্য মঙ্গলময়।
 এর আগে সনিয়া প্রধানমন্ত্রীকে লেখা এক চারপাতার চিঠিতে লিখেছিলেন, 'এই চ্যালেঞ্জিং ও অনিশ্চিত সময়ে আমাদের প্রত্যেকেরই উচিত পক্ষপাতদুষ্ট স্বার্থের উর্ধ্বে উঠে দেশের এবং প্রকৃতপক্ষে মানবতার স্বার্থে নেওয়া পদক্ষেপকে সম্মান করা। কংগ্রেস দল এ ব্যাপারে সরকারকে "পূর্ণ সমর্থন এবং সহযোগিতা" দেবে।'
সেই চিঠির পর এই মারাত্মক কঠিন লড়াইয়ের সময়ে তিনি অত্যন্ত সঙ্কীর্ণ রাজনীতিতেই ফিরেই শুধু গেলেন না রীতিমতো সাম্প্রদায়িক অস্থিরতা যাতে মাথা চাড়া দেয় সেই রকমই বিবৃতি দিলেন !

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.