ডিমা হাসাওয়ে সাংবাদিকদের মাস্ক, স্যানিটাইজার বিতরণ করল তথ্য ও জন সংযোগ বিভাগ
বিপ্লব দেব, হাফলং, ২৬ এপ্রিলঃ
ডিমা হাসাও জেলার কর্মরত সাংবাদিকদের তথ্য ও জন সংযোগ বিভাগের পক্ষ থেকে আজ হ্যান্ড স্যানিটাইজার মাক্স ও গ্লাবস দেওয়া হয়।
ডিমা হাসাও জেলার কর্মরত সাংবাদিকদের সুরক্ষার কথা মাথায় রেখে রবিবার হাফলং জেলা তথ্য ও জন সংযোগ কার্যালয়ে তথ্য ও জন সংযোগ আধিকারিক পূরবী ফংলো বডো ও এসডিআইপিআর পূর্নিমা হাকমুকসা জেলার কর্মরত সাংবাদিকদের হাতে হ্যান্ড স্যানিটাইজার মাক্স ও গ্লাবস তুলে দেন। কভিড ১৯ রোগ নিয়ে সাংবাদিকরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করছেন। এখন পর্যন্ত দেশে অনেক সাংবাদিক কভিড ১৯ রোগে সংক্রমিত হয়েছেন। তাই এবার তথ্য ও জন সংযোগ বিভাগ জেলার সাংবাদিকদের সুরক্ষার কথা মাথায় রেখে এই পদক্ষেপ গ্রহন করে। এদিকে এই সঙ্কটময় মুহুর্তে ডিমা হাসাও জেলার সাংবাদিকরা যে ভাবে সবার সঙ্গে সহযোগিতা করে সংবাদ পরিবেশন করে কভিড ১৯ রোগ মানুষের মধ্যে সজাগতা সৃষ্টি করার চেষ্টা করে চলছে এর ভূঁয়সী প্রশংসা করেন তথ্য জন সংযোগ আধিকারিক পূরবী ফংলো বডো।
ডিমা হাসাও জেলার কর্মরত সাংবাদিকদের তথ্য ও জন সংযোগ বিভাগের পক্ষ থেকে আজ হ্যান্ড স্যানিটাইজার মাক্স ও গ্লাবস দেওয়া হয়।
ডিমা হাসাও জেলার কর্মরত সাংবাদিকদের সুরক্ষার কথা মাথায় রেখে রবিবার হাফলং জেলা তথ্য ও জন সংযোগ কার্যালয়ে তথ্য ও জন সংযোগ আধিকারিক পূরবী ফংলো বডো ও এসডিআইপিআর পূর্নিমা হাকমুকসা জেলার কর্মরত সাংবাদিকদের হাতে হ্যান্ড স্যানিটাইজার মাক্স ও গ্লাবস তুলে দেন। কভিড ১৯ রোগ নিয়ে সাংবাদিকরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করছেন। এখন পর্যন্ত দেশে অনেক সাংবাদিক কভিড ১৯ রোগে সংক্রমিত হয়েছেন। তাই এবার তথ্য ও জন সংযোগ বিভাগ জেলার সাংবাদিকদের সুরক্ষার কথা মাথায় রেখে এই পদক্ষেপ গ্রহন করে। এদিকে এই সঙ্কটময় মুহুর্তে ডিমা হাসাও জেলার সাংবাদিকরা যে ভাবে সবার সঙ্গে সহযোগিতা করে সংবাদ পরিবেশন করে কভিড ১৯ রোগ মানুষের মধ্যে সজাগতা সৃষ্টি করার চেষ্টা করে চলছে এর ভূঁয়সী প্রশংসা করেন তথ্য জন সংযোগ আধিকারিক পূরবী ফংলো বডো।









কোন মন্তব্য নেই