অপহরণের ৪৮ ঘন্টা পরও ঠিকাদার সন্তোষ হোজাইকে উদ্ধার করতে ব্যর্থ পুলিশ
বিপ্লব দেব, হাফলং, ২৬ এপ্রিলঃ
লকডাউনের মধ্যেই রবিবার হারাঙ্গাজাও থানা ঘেরাও করে অপহৃত সন্তোষ হোজাইকে উদ্ধারের দাবি জানান শতাধিক পুরুষ মহিলা। ভেঙ্গে দেওয়া ডিএইচডি-র প্রাক্তন শীর্ষ নেতা তথা ঠিকাদার সন্তোষ হোজাইকে অপহরনের ৪৮ ঘন্টা পেরিয়ে গেলে ও হারাঙ্গাজাও পুলিশ সন্তোষ হোজাইকে এখন পর্যন্ত সক্ষম হয়নি।
লকডাউনের মধ্যে যখন চারিদিকে নিরাপত্তা ব্যবস্থা কঠোর রয়েছে এমনকি বাইরে থেকে ডিমা হাসাও জেলায় প্রবেশ করা সব রাস্তায় রয়েছে পুলিশের কড়া প্রহরা সেই সময় একটি বলেড়ো গাড়ীতে করে পাঁচ জনের দূষ্কৃতীকারীর দল কিভাবে সন্তোষ হোজাইকে অপহরন করে গা ঢাকা দিতে সক্ষম হয়েছে এনিয়ে রহস্যের দানা বাঁধছে। এদিকে শুক্রবার সন্ধ্যা ৬ টা নাগাদ হারাঙ্গাজাও থানার অন্তর্গত গামাডী হাওর গ্রাম থেকে ভেঙ্গে দেওয়া ডিএইচডি-র প্রাক্তন জঙ্গি নেতা তথা ঠিকাদার সন্তোষ হোজাইকে বন্দুকের নলের মুখে পাঁচ জনের দূষ্কৃতীকারীর দল তুলে নিয়ে যায় তারপর থেকে এখন পর্যন্ত কোনও সন্ধান নেই সন্তোষবাবুর। ইতিমধ্যে অপহৃত সন্তোষ হোজাইর স্ত্রী জয়ন্তা হোজাই হারাঙ্গাজাও থানায় এক এজাহার দায়ের করলে ও পুলিশ এতে তেমন গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে রবিবার অপহৃত সন্তোষ হোজাইর উদ্ধারের দাবিতে শতাধিক পুরুষ মহিলা হারাঙ্গাজাও থানা ঘেরাও করে ওসি অংশু রাজকুমারের কাছে সন্তোষ হোজাইকে অবিলম্বে উদ্ধারের দাবি জানানোর পাশাপাশি লকডাউনের সময় পুলিশের কড়া প্রহরার মধ্যে কি ভাবে অপহরন করে নিয়ে গেল সন্তোষ হোজাইকে এনিয়ে হারাঙ্গাজাও থানার ওসিকে জবাবদিহি করেন স্থানীয় বাসিন্দারা। এদিকে অংশু রাজকুমার স্থানীয় বাসিন্দাদের শান্ত করে বলেন পুলিশ সন্তোষ হোজাইকে উদ্ধারের সব ধরনের চেষ্টা করছে এমনকি ডিমা হাসাও জেলার সব কয়টি পুলিশ থানাকে এনিয়ে বার্তা পাঠানো হয়েছে বলে জানান হারাঙ্গাজাও থানার ওসি। এদিকে সন্তোষ হোজাইর স্ত্রী জয়ন্তা হোজাই তার স্বামীকে খোঁজে বের করতে জেলাপ্রশাসন ও পুলিশ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে এবার ডিমাসা সর্বোচ্চ সংগঠন জাদিখে নাইশ হসম ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন ও অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের হস্তক্ষেপ কামনা করেন। সন্তোষ হোজাইর স্ত্রী সন্দেহ প্রকাশ করে বলেন লকডাউনের সময় গাড়ী নিয়ে চলাফেরা করা বা একসঙ্গে পাঁচজন ঘুরাফেরার উপর যখন নিষেধাজ্ঞা রয়েছে এই অবস্থায় নিরাপত্তা বাহিনী বা পুলিশই তার স্বামীকে তুলে নিয়ে গেছে বলে গুরতর অভিযোগ উত্থাপন করেন সন্তোষ হোজাইর স্ত্রী জয়ন্তা হোজাই। এদিকে যত সময় যাচ্ছে সন্তোষ হোজাইর অপহরন নিয়ে রহস্য বেরে চলছে। তাছাড়া ভেঙ্গে দেওয়া ডিএইচডি জঙ্গি সংগঠনের প্রাক্তন অধ্যক্ষ তথা হালালি প্রগরেসিভ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি দিলীপ নুনিসা প্রাক্তন জঙ্গি নেতা তথা ঠিকাদার সন্তোষ হোজাইর অপহরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে প্রাক্তন এই জঙ্গি নেতাকে অবিলম্বে উদ্ধার করার জন্য ডিমা হাসাও জেলার পুলিশসুপার বীরবিক্রম গগৈকে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করার আহ্বান জানান।
লকডাউনের মধ্যেই রবিবার হারাঙ্গাজাও থানা ঘেরাও করে অপহৃত সন্তোষ হোজাইকে উদ্ধারের দাবি জানান শতাধিক পুরুষ মহিলা। ভেঙ্গে দেওয়া ডিএইচডি-র প্রাক্তন শীর্ষ নেতা তথা ঠিকাদার সন্তোষ হোজাইকে অপহরনের ৪৮ ঘন্টা পেরিয়ে গেলে ও হারাঙ্গাজাও পুলিশ সন্তোষ হোজাইকে এখন পর্যন্ত সক্ষম হয়নি।
লকডাউনের মধ্যে যখন চারিদিকে নিরাপত্তা ব্যবস্থা কঠোর রয়েছে এমনকি বাইরে থেকে ডিমা হাসাও জেলায় প্রবেশ করা সব রাস্তায় রয়েছে পুলিশের কড়া প্রহরা সেই সময় একটি বলেড়ো গাড়ীতে করে পাঁচ জনের দূষ্কৃতীকারীর দল কিভাবে সন্তোষ হোজাইকে অপহরন করে গা ঢাকা দিতে সক্ষম হয়েছে এনিয়ে রহস্যের দানা বাঁধছে। এদিকে শুক্রবার সন্ধ্যা ৬ টা নাগাদ হারাঙ্গাজাও থানার অন্তর্গত গামাডী হাওর গ্রাম থেকে ভেঙ্গে দেওয়া ডিএইচডি-র প্রাক্তন জঙ্গি নেতা তথা ঠিকাদার সন্তোষ হোজাইকে বন্দুকের নলের মুখে পাঁচ জনের দূষ্কৃতীকারীর দল তুলে নিয়ে যায় তারপর থেকে এখন পর্যন্ত কোনও সন্ধান নেই সন্তোষবাবুর। ইতিমধ্যে অপহৃত সন্তোষ হোজাইর স্ত্রী জয়ন্তা হোজাই হারাঙ্গাজাও থানায় এক এজাহার দায়ের করলে ও পুলিশ এতে তেমন গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে রবিবার অপহৃত সন্তোষ হোজাইর উদ্ধারের দাবিতে শতাধিক পুরুষ মহিলা হারাঙ্গাজাও থানা ঘেরাও করে ওসি অংশু রাজকুমারের কাছে সন্তোষ হোজাইকে অবিলম্বে উদ্ধারের দাবি জানানোর পাশাপাশি লকডাউনের সময় পুলিশের কড়া প্রহরার মধ্যে কি ভাবে অপহরন করে নিয়ে গেল সন্তোষ হোজাইকে এনিয়ে হারাঙ্গাজাও থানার ওসিকে জবাবদিহি করেন স্থানীয় বাসিন্দারা। এদিকে অংশু রাজকুমার স্থানীয় বাসিন্দাদের শান্ত করে বলেন পুলিশ সন্তোষ হোজাইকে উদ্ধারের সব ধরনের চেষ্টা করছে এমনকি ডিমা হাসাও জেলার সব কয়টি পুলিশ থানাকে এনিয়ে বার্তা পাঠানো হয়েছে বলে জানান হারাঙ্গাজাও থানার ওসি। এদিকে সন্তোষ হোজাইর স্ত্রী জয়ন্তা হোজাই তার স্বামীকে খোঁজে বের করতে জেলাপ্রশাসন ও পুলিশ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে এবার ডিমাসা সর্বোচ্চ সংগঠন জাদিখে নাইশ হসম ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন ও অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের হস্তক্ষেপ কামনা করেন। সন্তোষ হোজাইর স্ত্রী সন্দেহ প্রকাশ করে বলেন লকডাউনের সময় গাড়ী নিয়ে চলাফেরা করা বা একসঙ্গে পাঁচজন ঘুরাফেরার উপর যখন নিষেধাজ্ঞা রয়েছে এই অবস্থায় নিরাপত্তা বাহিনী বা পুলিশই তার স্বামীকে তুলে নিয়ে গেছে বলে গুরতর অভিযোগ উত্থাপন করেন সন্তোষ হোজাইর স্ত্রী জয়ন্তা হোজাই। এদিকে যত সময় যাচ্ছে সন্তোষ হোজাইর অপহরন নিয়ে রহস্য বেরে চলছে। তাছাড়া ভেঙ্গে দেওয়া ডিএইচডি জঙ্গি সংগঠনের প্রাক্তন অধ্যক্ষ তথা হালালি প্রগরেসিভ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি দিলীপ নুনিসা প্রাক্তন জঙ্গি নেতা তথা ঠিকাদার সন্তোষ হোজাইর অপহরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে প্রাক্তন এই জঙ্গি নেতাকে অবিলম্বে উদ্ধার করার জন্য ডিমা হাসাও জেলার পুলিশসুপার বীরবিক্রম গগৈকে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করার আহ্বান জানান।









কোন মন্তব্য নেই