হোয়াটস অ্যাপের মাধ্যমে ডিমা হাসাও জেলার বিদ্যালয় গুলির ছাত্র ছাত্রীদের চলছে পাঠদান
বিপ্লব দেব, হাফলং ৭ এপ্রিলঃ সমগ্র রাজ্যের বিদ্যালয়গুলি এখন হোয়াটস অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাঠদান চালিয়ে যাচ্ছে। কোভিড ১৯ রোগ সমগ্র বিশ্ব জুড়ে অতিমারির আকার ধারণ করেছে। ভারতে এখন কোভিড ১৯ ভয়াবহ রূপ নিয়েছে। দেশজুড়ে ২১ দিনের লক ডাউন চলছে। যার দরুন রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ রয়েছে।কবে খুলবে এসব শিক্ষা প্রতিষ্ঠান সে নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
যার দরুন রাজ্যের শিক্ষা বিভাগ অনলাইনের মাধ্যমে ছাত্র ছাত্রীদের শিক্ষাদান করার নির্দেশ জারি করার পর হোয়াটস অ্যাপের মাধ্যমে শিক্ষাদান চালিয়ে যাচ্ছে রাজ্যের বিদ্যালয় গুলি। লক ডাউন ইতিমধ্যে ১৩ দিন অতিক্রম করেছে এখনও অনিশ্চিত কবে খুলবে লক ডাউন। পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে রাজ্যের শিক্ষা বিভাগের জারি করা নির্দেশে উল্লেখ করা হয় যে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলি হোয়াটস অ্যাপের মাধ্যমে অনলাইনে ছাত্র ছাত্রীদর পাঠদান করতে হবে। সরকারের এই নির্দেশ মেনে ডিমা হাসাও জেলার শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে অনলাইনে পাঠ দান শুরু করেছে। স্কুলের ছাত্র ছাত্রীদের অভিভাবকের মোবাইল ফোনে হোয়াটস অ্যাপের মাধ্যমে বিদ্যালয় গুলি পাঠদান অব্যাহত রেখেছে। যে সকল অভিভাবকদের এন্ড্রয়েড মোবাইল ফোন নেই তাদের পার্শ্ববর্তী কারো এন্ড্রয়েড মোবাইলের মাধ্যমে হলে ও পাঠদান অব্যাহত রাখা হয়েছে। ডিমা হাসাও জেলার বিভিন্ন স্কুল বিশেষ করে বেসরকারি স্কুল গুলি স্কুলের রুটিন অনুসারে হোয়াটস অ্যাপের মাধ্যমে ক্লাস অব্যাহত রেখেছে। হাফলঙের সেইন্ট এগনেস কনভেন্ট হায়ার সেকেন্ডারী স্কুল ডনবস্কো হায়ার সেকেন্ডারী স্কুল সহ হাফলঙের অনান্য বেসরকারি স্কুল গুলি স্কুলের রুটিন অনুযায়ী ক্লাস চালিয়ে যাচ্ছে।
কোন মন্তব্য নেই