Header Ads

হাফলংয়ে কোভিড ১৯ আক্ৰান্তদের জন্য সরকারি হাসপাতালে ২৪ বিছানা যুক্ত আইসোলেশন ওয়ার্ড, পাশাপাশি ৫ টি আইসিইউ তৈরি করা হচ্ছে

 বিপ্লব দেব, হাফলং ১৩ এপ্রিলঃ কোভিড-১৯ আক্ৰান্তদের জন্য হাফলং সরকারি হাসপাতালে ২৪ বিছানা যুক্ত আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। সোমবার এক সাংবাদিক সন্মেলন করে একথা জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সঞ্চালিকা ডঃ দিপালী বর্মন। এদিন হাফলং সরকারি হাসপাতালে এক সাংবাদিক সন্মেলন করে ডঃ দিপালী বর্মণ সাংবাদিকদের বলেন এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত কোনও রোগী নেই ডিমা হাসাও জেলায়। তবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ঘটা ফয়জুল হক বড়ভূঁইয়ার সংস্পর্শে আসা ৬ ব্যক্তি হাইরিক্সে থাকায় এদের কোয়ারিন্টাইনে রাখা হয়েছে। এদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। 
 
ইতিমধ্যে ওই ছয় ব্যক্তির লালা রস সংগ্রহ করে পরীক্ষার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এদের রিপোর্ট আসেনি। তাই রিপোর্ট না আসা পর্যন্ত কোনও কিছুই বলা সম্ভব নয়। তাছাড়া ডিমা হাসাও জেলায় এখন ও ৯০০-র বেশী লোককে হোম কোয়ারিন্টাইনে রাখা হয়েছে এবং এদের স্বাস্থ্যের প্রতি নজর রেখে চলছে স্বাস্থ্য বিভাগ। সাংবাদিক সন্মেলনে ডঃ দিপালী বর্মন বলেন ডিমা হাসাও জেলায় ৪০ জন চিকিৎসক কম রয়েছেন যেখানে প্রয়োজন ৮৮ জন চিকিৎসক সেখানে রয়েছে মাত্র ৪৮ জন চিকিৎসক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সঞ্চালক ডঃ দিপালী বর্মন সাংবাদিক সন্মেলনে বলেন রাজ্যের স্বাস্থ্য বিভাগের নির্দেশে কোভিড-১৯ রোগীদের জন্য ২৪ বিছানা যুক্ত আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। তাছাড়া ৫ টি আইসিইউ তৈরির কাজ চলছে। তাছাড়া কোভিড-১৯ রোগ মোকাবিলায় এম ৯৫ মাক্স ও সহ ডাবল লেয়ার মাক্স পর্যাপ্ত রয়েছে তবে কোভিড-১৯ রোগীর টেষ্টের জন্য টেস্টিং কিট মাত্র ১৫ টি ছিল ইতিমধ্যে ৭ টি টেস্টিং কিট ব্যবহার করা হয়েছে। এখন মজুত রয়েছে মাত্র ৮ টি টেস্টিং কিট। ইতিমধ্যে আরও টেস্টিং কিট পাঠানোর জন্য রাজ্যের স্বাস্থ্য বিভাগের কাছে ইন্ডেন পাঠানো হয়েছে আগামী দুই একদিনের মধ্যে আরো টেস্টিং কিট এসে পৌঁছবে হাফলঙে। জানান ডঃ দিপালী বর্মণ। এদিন সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন হাফলং অসামরিক চিকিৎসালয়ের অধ্যক্ষ ডঃ কল্পনা কেম্প্রাই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.