অসহায় মানুষের পাশে মুখ্যমন্ত্রীর বরাক ওএসডি
নয়া ঠাহর প্রতিবেদন, বোয়ালিপার : রবিবার মুখ্যমন্ত্রীর বরাক ওএসডি শেখর দের
উদ্যেগে আলগাপুরের বিশিষ্ঠ ব্যাবসায়ী অঞ্জন পাল, সংঘ কার্যকর্তা দিপু দাস, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাটাখাল শাখার
কার্যকর্তাগনের আন্তরিক সহযোগিতায় আলগাপুর বিধানসভার অন্তর্গত বক্রিযাহওর ৩য়,
কালিনগর ১ম, উত্তর কাঞ্চনপুর
২য়, জানকিবাজার, বাগমারা আদি এলাকাতে লোকডাউনের পরিবারের মধ্যে
খাদ্য সামগ্রী বন্টন করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে শেখর বাবু অসহায় মানুষের
পাশে থাকার জন্য সর্বস্তরের জনগণের ধন্যবাদ পাত্র।
কোন মন্তব্য নেই