Header Ads

নিজামুদ্দিন থেকে আসা মানুষদের সরকারের সঙ্গে সহযোগিতা করার আহ্বান পদ্মশ্রী ডাক্তার আলীর



অমল গুপ্ত, গুয়াহাটি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার জনপ্রিয় মন কা বাত বেতার বার্তায় ভয়ঙ্কর করোনা  ভাইরাস সম্পর্কে দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন,  সামাজিক দূরত্ব বজায় রেখে এই রোগকে নির্মূল করতে হবে। সামাজিক দূরত্ব যেন আবেগিক দূরত্ব না হয়ে দাঁড়ায়, এই প্রসঙ্গে আজ পদ্মশ্রী ডাক্তার ইলিয়াস আলী বলেন,  সামাজিক দূরত্বের কথা বলে মানুষের মধ্যে ভুল বার্তা যাচ্ছে। মানুষ মানুষ থেকে দূরে চলে যাচ্ছে, মানুষ মানুষের কাছ থেকে বোতলে জল নিতেও ভয় পাচ্ছে, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে ফাটল ধরেছে, আবেগিক দুরত্ব তৈরি হচ্ছে, তাই মানুষের সঙ্গে মানুষের সুসম্পর্কের মধ্যে কোনও যেন চিড় না ধরে তা সুনিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন গ্লোবাল হাসপাতালের কর্ণধার ডাক্তার আলী। রাজ্যের একজন জনসংখ্যা বিশেযজ্ঞ ডাক্তার আলী দিল্লির নিজামুদ্দিনের ঘটনা সম্পর্কে বলেন স্বাস্থ্যবিধি অনুযায়ী বাইরে থেকে যারা আসবে তাদের ১৪ দিন কোয়ারেন্টিন থাকা বাধ্যতামূলক, অথচ যারা নিজামুদ্দিন থেকে এসেছেন তারা সরকারের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা করেছেন না, এই মারাত্বক রোগ যাতে আর ছড়িয়ে না পড়ে তার জন্যে সবার সরকারের সঙ্গে সহযোগিতা করা উচিত। লগডাউন চলার সময় কেন নিয়ম নীতি মানা হলো না?  সরকার কি করছিল?  বলে প্ৰশ্ন তোলেন পদ্মশ্রী ডাক্তার আলী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.