Header Ads

বরাকের সাপ্তাহিক টুকরো খবর



নয়া ঠাহর প্রতিবেদন, বদরপু্র : বদরপু্র সার্কল অফিসার থেকে বদরপু্র (এডিসি) অর্থাৎ অতিরিক্ত জেলাশাসকের পদোন্নতি পেলেন দীপমালা গোয়ালাসেইসঙ্গে পাথারকান্দির প্রাক্তন সার্কল অফিসার এস. থিংতেরও পদোন্নতি হয়েছে বলে জানা গেছেতবে, পদোন্নতি পেলেও আপাতত বদরপুরের সার্কল অফিসার পদে বহাল থেকেই কাজ করে যাবেন দীপমালা গোয়ালা


নয়া ঠাহর প্রতিবেদন, পাঁচগ্ৰামঃ মানুষ, মানুষের জন্য, জীবন জীবনের জন্য- এরই দৃষ্টান্ত গড়ে তুলেছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালরাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে নিজের সমষ্টির না হলেও এই সংকটময় পরিস্থিতিতে কাছাড় কাগজকল কর্মীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এলেন তিনিগত রবিবার পাঁচগ্ৰাম টাউনশিপ এলাকায় নিজের ব্যক্তিগত সচিব পৃথ্বীশ দাস সমাজসেবী মামনুর চৌধুরীকে সাথে নিয়ে মোট তিনশত পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী বন্টন করেন তিনি


নয়া ঠাহর প্রতিবেদন, আলগাপুরঃ লকডাউন চলাকালীন, দলীয় কর্মকর্তাদের নিয়ে আলগাপুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন গ্ৰামে, কাজকর্ম থেকে বিচ্ছিন্ন হওয়া অসহায় মানুষদের হাতে মোট ৩১৫ কুইন্টেল চাল, ৫৯ কুইন্টেল ডাল লবণ এবং ৬২ কুইন্টেল আলু বিতরণ করেন ভারতীয় জনতা পার্টির কাছাড় জিলার সভাপতি কৌশিক রাইসঙ্গে ছিলেন বিধান চন্দ্র, বুল্টি দাস, ভুষন দাস প্রমুখ


নয়া ঠাহর প্রতিবেদন, বদরপু্রঃ লকডাউন পরিস্থিতিতে অন্যান্য সেবামুলক কাজের পাশাপাশি, এবার এক অভিনব পদক্ষেপ নিয়ে অসহায় তথা গৃহবন্দী মানুষের চিকিৎসার সুবিধার্থে জেলার বিভিন্ন চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে এলাকার জনসাধারণের জন্য ফোন-ইন চিকিৎসা পরিসেবার ব্যবস্থা করলেন বদরপু্র যুবশক্তি এনজিও-এর সদস্যরাএতে নিজেদের যেকোন ধরনের শারীরিক সমস্যা নিয়ে ঘরে বসেই ফোনের মাধ্যমে চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন যুবশক্তি এনজিও-এর সদস্যরা


নয়া ঠাহর প্রতিবেদন, পাঁচগ্ৰামঃ দ্বিতীয় পর্যায়ের লকডাউন- কেন্দ্র রাজ্য সরকারের নির্দেশে কঠোর শাসনব্যবস্থা নিতে বাধ্য হয়েছে হাইলাকান্দি পুলিশ প্রশাসনউল্লেখ্য, গত বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলায় সামাজিক দূরত্ব বজায় না রেখে মাস্ক বিহীন অবাধে চলাফেরা করার জন্য মোট ৪৫ জন ব্যক্তিকে গ্ৰেফতার করা হয়েছে বলে জানা গেছেএমর্মে রাজ্যের পুলিশ প্রধান ভাস্কর জ্যোতি মহন্তের  নির্দেশে  জনসাধারণকে সুরক্ষিত রাখতে আরও কঠোর ভূমিকা পালনে অবতীর্ণ হয়েছেন হাইলাকান্দি জিলার পুলিশ সুপার পবীন্দ্র কুমার নাথ সহ প্রত্যেক জিলার পুলিশ প্রশাসন  প্রধানমন্ত্রীর সতর্কবার্তা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করে নিজেদের সুরক্ষিত রাখার পাশাপাশি অন্যদেরকেও  সুরক্ষিত রেখে লকডাউন সফল করার আর্জি জানান পুলিশ সুপার পবীন্দ্র কুমার নাথ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.